আগামী সোমবার থেকে পরীক্ষামূলক ভাবে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। —ফাইল ছবি।
আর দমদম থেকে নয়, আগামী সোমবার থেকে প্রায় সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবেই তা চালানো হবে বলে জানাল মেট্রোরেল। দুই প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের মধ্যে দিনভরই ৭ মিনিট অন্তর ট্রেন চলবে। এত দিন অফিসের ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চালাত রেল। কিন্তু এ বার সেই ব্যবধানও বাড়ানো হল।
মেট্রোরেল সূত্রে জানানো হয়েছে, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৭টার পরিবর্তে ৬টা ৫৫ মিনিটে। আবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করা হচ্ছে। নোয়াপাড়া থেকে সেটি ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিতই রয়েছে (৬টা ৫৫ মিনিট)। তেমনই মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোরও সময়ের কোনও পরিবর্তন হয়নি।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে। রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে সেটি ৯টা ৩৩ মিনিটে দক্ষিণেশ্বর ছাড়বে। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে (যথাক্রমে রাতে সাড়ে ৯টা এবং রাত ৯টা ৪০ মিনিট)।
সোম থেকে শুক্র যেমন রাতে বিশেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চালানো হয়, তেমনই চলবে। রবিবার দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। রবিবার নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন যে পরিষেবা চালু হচ্ছে, সেটি সকাল ৯টা থেকে। আবার ওই দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম মেট্রোর সময়ের কোনও পরিবর্তন হয়নি। একই ভাবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত দিনের শেষ মেট্রোরও সময় অপরিবর্তিত রয়েছে (যথাক্রমে রাত ৯টা ২৭ এবং ৯টা ৪০ মিনিট)। তবে রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রোর সময় রাত ৯টা ২৮ মিনিটের পরিবর্তে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে।