নির্মীয়মাণ রেস্তরাঁয় আগুন, আতঙ্ক

সেই সময়ে ফুড কোর্টে অনেকেই খেতে এসেছিলেন। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে নেমে যান তাঁরা। সরোজ বসু নামে বালিগঞ্জের এক বাসিন্দা বলেন, ‘‘শনিবার হওয়ায় সস্ত্রীক খেতে এসেছিলাম। সবে অর্ডার দিতে যাব, তখনই ধোঁয়া দেখে বেরিয়ে যাই।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯ ০১:৫১
Share:

প্রতীকী চিত্র।

দক্ষিণ কলকাতার একটি শপিং মলের নির্মীয়মাণ রেস্তরাঁয় কাজের সময়ে আগুন লেগে আতঙ্ক ছড়াল। তিন বছর আগেও এক বার এই শপিং মলেই আগুন লেগেছিল।

Advertisement

শনিবার বেলা ১টা নাগাদ মলের পাঁচতলায় ফুড কোর্ট সংলগ্ন একটি নির্মীয়মাণ রেস্তরাঁয় কাজ চলাকালীন হঠাৎই কর্মীরা সেখান থ‌েকে ধোঁয়া বেরোতে দেখেন। সেই সময়ে ফুড কোর্টে অনেকেই খেতে এসেছিলেন। ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে নেমে যান তাঁরা। সরোজ বসু নামে বালিগঞ্জের এক বাসিন্দা বলেন, ‘‘শনিবার হওয়ায় সস্ত্রীক খেতে এসেছিলাম। সবে অর্ডার দিতে যাব, তখনই ধোঁয়া দেখে বেরিয়ে যাই।’’

মলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তা নিভিয়ে দেন। ফুড কোর্টের এক কর্মী জানান, বেলা ১টা নাগাদ হঠাৎ এক ব্যক্তি জানান, ধোঁয়া বেরোচ্ছে। খবর পেয়ে সিইএসসি-র আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছন। মল কর্তৃপক্ষের তরফে ফুড কোর্ট খালি করার নির্দেশ দেওয়া হয়। প্রায় ঘণ্টা খানেক বন্ধ রাখা হয় সেটি। খোলা ছিল শপিং মল। আপাতত ওই নির্মীয়মাণ রেস্তরাঁর কাজ বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

Advertisement

সাউথ সিটি মলের জেনারেল ম্যানেজার দীপ দাশগুপ্ত বলেন, ‘‘রেস্তরাঁয় কাজ চলছিল। তাই মাটিতে রং পড়েছিল। এ দিন দুপুরে কাজ করার সময়ে বিদ্যুতের তারে ফুলকি দেখা যায়। সেই ফুলকিই এসে রাসায়নিক রঙে পড়ে এমন ঘটনা।’’ উপস্থিত সিইএসসি-র কর্তারাও জানান, বৈদ্যুতিক তার থেকেই আগুন লেগেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement