ভস্মীভূত: আগুন নেভার পরে সেই কারখানা। মঙ্গলবার, ক্যানাল সার্কুলার রোডে। ছবি: স্বাতী চক্রবর্তী
অতি দাহ্য বস্তুতে ঠাসা প্লাইউডের কারখানায় আগুন লেগেছিল। দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গায় প্লাইউড তৈরির কারখানাগুলি বিপজ্জনক ভাবে গা ঘেঁষাঘেঁষি করে রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারত বলেই আশঙ্কা করছেন তাঁরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টা নাগাদ উল্টোডাঙা থানার ক্যানাল সার্কুলার রোডের ওই প্লাইউড তৈরির কারখানায় আগুন লাগে। খবর দেওয়ার কিছু ক্ষণের মধ্যেই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পরে আসে আরও দু’টি ইঞ্জিন। আধ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানার তরফে রবীন্দ্র তাঁতিয়া বলেন, ‘‘ভোরে এলাকার বাসিন্দারা দমকলে খবর দিয়েছিলেন। আমি এখানে আসার আগেই আগুন প্রায় নিভে গিয়েছিল।’’
এ দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেল, প্লাইউড তৈরির কারখানাগুলি ঘেঁষাঘেঁষি করে রয়েছে। একটির সঙ্গে অন্যটির দেওয়ালের দূরত্ব মাত্র ফুট দুয়েক। প্রতিটি কারখানা প্লাইউডে ঠাসা। এলাকা কার্যত জতুগৃহে পরিণত। কী করে ওই কারখানায় আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল। বাসিন্দারা জানান, সকালে কারখানার এক পাশ দিয়ে কালো ধোঁয়া বেরোতে দেখে দমকলে খবর দেন তাঁরা। ওই কারখানায় সুতো মজুত ছিল। তা-ও পুড়ে গিয়েছে।