Fire

ফের অগ্নিকাণ্ড শহরে, এ বার আগুন নারকেলডাঙার ছাগলপট্টিতে, হতাহতের খবর নেই

শহরে এই ধরনের অগ্নিকাণ্ড লাগাতার ঘটেই চলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ১১:০৬
Share:

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। —নিজস্ব চিত্র।

সাতসকালে শহরে ফের অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল নারকেলডাঙা। সেখানকার চ্যানেল ইস্ট রোডের ছাগলপট্টির একটি বস্তিতে আগুল লেগেছে। আগুনে বেশ কিছু ঝুপড়ি পুড়ে গিয়েছে। তবে হতাহতের কোনও খবর নেই।

Advertisement

ছাগরপট্টির ওই ঝুপড়িগুলিতে মূলত ছাগলই প্রতিপালন করা হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ঝুপড়িগুলি খালি ছিলই বলে জানা গিয়েছে। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয় যদিও। আগুন নেভাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

শহরে এই ধরনের অগ্নিকাণ্ড লাগাতার ঘটেই চলেছে। কিছু দিন আগে প্রথমে বাগবাজারের বস্তিতে আগুন লাগলে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তার পর সম্প্রতি নিউটাউনের একটি বস্তিতেও একই ভাবে আগুন লাগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement