পার্কসার্কাসে কোয়েস্ট মলের কাছে একটি বহুতলে অগ্নিকাণ্ড। নিজস্ব চিত্র।
কলকাতায় আবার অগ্নিকাণ্ড। পার্কসার্কাসে কোয়েস্ট মলের কাছে একটি বহুতলে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
শনিবার দুপুরে হঠাৎই আগুন লেগে যায় পার্কসার্কাসের শামশুল হুদা রোডের একটি ফ্ল্যাটে। কোয়েস্ট মল থেকে তার দূরত্ব খুব বেশি নয়। বহুতলের তিন তলায় ফ্ল্যাটের শোয়ার ঘরে আগুন লেগেছিল। ঘরটিতে সে সময় কেউ ছিলেন না। স্থানীয় বাসিন্দারা দেখেন, ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। আগুন দেখে আতঙ্ক তৈরি হয় এলাকায়। খবর যায় দমকলের কাছে।
পার্কসার্কাসের শামশুল হুদা রোডের এই বহুতলে আগুন লেগেছিল। নিজস্ব চিত্র।
খবর পেয়ে ঘটনাস্থলে ৩টি ইঞ্জিন পাঠায় দমকল। বহুতলে যাঁরা ছিলেন, তাঁদের বার করে আনা হয়। আগুন বেশি ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়েরাও। তবে কী ভাবে হঠাৎ এই আগুন লাগল, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।
আগুন লাগার পর ধোঁয়ায় ঢেকেছিল চারপাশ। নিজস্ব চিত্র।