প্রতীকী ছবি
এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নাম জড়াল কলকাতা পুলিশের এক আধিকারিকের। ঘটনাটি নিউ ব্যারাকপুর থানা এলাকার। গত বুধবার নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন সুতপা সরকার (২৬) নামে ওই মহিলা। শুক্রবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এ দিনই সুতপার বাবা এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নিউ ব্যারাকপুর থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আধিকারিক ওয়াটগঞ্জ থানার এস আই। সুতপাকে বাঁচাতে গিয়ে তাঁরও দু’টি হাত পুড়েছে বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, সুতপা ওই আধিকারিকের স্ত্রী। ১৩ বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল। বছর তিনেকের একটি মেয়েও রয়েছে তাঁদের। তবে পুলিশেরই অন্য সূত্র মারফত জানা গিয়েছে, দু’জনের সম্পর্ক নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পুলিশ জানিয়েছে, নিউ ব্যারাকপুরের শহরপাড়ায় বাড়ি সুতপাদের। ওই পুলিশকর্মীর সঙ্গে প্রায়ই ঝামেলা হত তাঁর। অভিযোগ, বাড়িতে এক বন্ধুকে ডেকে নিয়মিত মদের আসর বসাতেন তিনি। তা নিয়ে গোলমাল হত। বুধবার রাতেও গোলমাল হয়। তারই মধ্যে সুতপার গায়ে আগুন লাগে। পুলিশকে ওই আধিকারিক জানিয়েছেন, রান্না করতে গিয়ে অসাবধানবশত সুতপার গায়ে আগুন লাগে। সুতপার বাবা ওই পুলিশকর্মীর এক বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন।