নথি জাল, গ্রেফতার

আদালতের মধ্যেই বহাল তবিয়তে ছিল প্রতারণা-চক্র। বিচারকের সই জাল করা থেকে শুরু করে বিভিন্ন ভুয়ো নথিপত্রও তৈরি করত তারা। সেই অভিযোগে বুধবার বারাসত জেলা আদালতের ল-ক্লার্ক সইদুল ইসলাম-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ।

Advertisement
শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৬ ০১:০০
Share:

আদালতের মধ্যেই বহাল তবিয়তে ছিল প্রতারণা-চক্র। বিচারকের সই জাল করা থেকে শুরু করে বিভিন্ন ভুয়ো নথিপত্রও তৈরি করত তারা। সেই অভিযোগে বুধবার বারাসত জেলা আদালতের ল-ক্লার্ক সইদুল ইসলাম-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। অন্য দু’জন হলেন বিনোদ চৌধুরী ও দীপালি বিশ্বাস। পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরেই ভুয়ো কাগজপত্র তৈরির কাজে জড়িত ছিল এই তিন জন। সম্প্রতি একটি জামিনের ভুয়ো নথি দেখে সন্দেহ হয় পুলিশের। এর পরেই গ্রেফতার করা হয় সইদুলকে। তাকে জেরা করে বিনোদ ও দীপালির নাম জানা যায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের থেকে উদ্ধার হয়েছে জামিনের নকল কাগজ, বিভিন্ন স্ট্যাম্প এবং নগদ ৩ লক্ষ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement