Arrest

নিউরো-সার্জন পরিচয়ে অস্ত্রোপচার, ধৃত ‘ভুয়ো’ ডাক্তার

ধৃতের নাম বজলুর রহমান। তিনি একটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি অস্ত্রোপচারও করতেন বলে সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৪:৪৩
Share:

প্রতীকী ছবি

ভুয়ো চিকিৎসক সন্দেহে সোমবার কল্যাণী থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ। ধৃতের নাম বজলুর রহমান। তিনি একটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি অস্ত্রোপচারও করতেন বলে সূত্রের খবর। চিকিৎসক হিসেবে তাঁর নথি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত ১২ জুলাই ইকো পার্ক থানা এলাকার একটি নার্সিংহোমে মৃত্যু হয় বারাসতের বাসিন্দা নিখিলচন্দ্র রায় নামে এক ব্যক্তির। ওই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁর পরিজনেরা। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। সে সময়ে আদালত থেকে আগাম জামিন পান বজলুর। পরে নিখিলবাবুর পরিবারের তরফে ফের পুলিশের কাছে অভিযোগে জানানো হয়, তিনি এক জন ভুয়ো চিকিৎসক। দ্বিতীয় বার দায়ের হওয়া অভিযোগের তদন্তে নেমে পুলিশ বজলুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাঁর বয়ানে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সূত্রের খবর, ইকো পার্ক থানা এলাকার ওই নার্সিংহোম থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেগুলি সম্পর্কে যথাযথ জবাব দিতে পারেননি ধৃত ব্যক্তি। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জেনেছেন, বজলুর নিউরো-সার্জন হিসেবে নিজের পরিচয় দিতেন এবং অস্ত্রোপচার করতেন। নিখিলবাবুর মস্তিষ্কের টিউমারের অস্ত্রোপচারও তিনি করছিলেন। এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement