দেড় ঘণ্টা র‌্যাডার বিকল, দুর্ঘটনা থেকে রক্ষা বিমানের

বিএসএনএলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেড় ঘণ্টা ‘অভিভাবকহীন’ হয়ে কলকাতার আকাশে ঘুরে বেড়াল একাধিক বিমান! শেষ পর্যন্ত নাগপুর ও বারাণসী বিমানবন্দরের তৎপরতায় কোনও ভাবে আটকানো গেল বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৬ ১২:২৩
Share:

বিএসএনএলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দেড় ঘণ্টা ‘অভিভাবকহীন’ হয়ে কলকাতার আকাশে ঘুরে বেড়াল একাধিক বিমান! শেষ পর্যন্ত নাগপুর ও বারাণসী বিমানবন্দরের তৎপরতায় কোনও ভাবে আটকানো গেল বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে দমদম বিমানবন্দরের ঘটনা।

Advertisement

আরও পড়ুন: ফ্রি পেসমেকারের অপেক্ষায় কাটছে মাসের পর মাস

এ দিন সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে বিএসএনএলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে কলকাতা বিমানবন্দরের ৬টি র‌্যাডার বসে যায়। ২০০ নটিক্যাল মাইলের বাইরে থাকা বিমানগুলোর সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে। যোগাযোগ করা হয় নাগপুর এবং বারাণসী বিমানবন্দরের সঙ্গে। তারা র‌্যাডারে ওই বিমানগুলোর উপরে নজর রাখার কাজ শুরু করে। আকাশে থাকা বিমানগুলোর সঙ্গে যোগাযোগ করে একে অন্যের থেকে দূরত্ব বজায় রাখা হয়। পরে ৯টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরের র‌্যাডার ঠিক হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement