প্রতীকী ছবি।
নয়া কৃষি আইনের প্রতিবাদে ডাকা ভারত বন্ধে আজ, মঙ্গলবার শহরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য বিভিন্ন এলাকায় মোতায়েন করা হচ্ছে পুলিশের অতিরিক্ত বাহিনী। প্রায় সাড়ে চার হাজার পুলিশকর্মী এ দিন সকাল থেকে রাস্তায় থাকবেন বলে খবর।
লালবাজার সূত্রের খবর, বন্ধ উপলক্ষে শহরের শতাধিক জায়গায় পুলিশ-পিকেট করা হচ্ছে, যাতে জোর করে দোকানপাট বন্ধ করা না যায়। একই ভাবে, বন্ধ সমর্থকেরা যাতে যানবাহন আটকে না দেন, তার জন্য ট্র্যাফিক পুলিশকে সচেতন থাকতে বলা হয়েছে।
গত ২৬ নভেম্বর বামেদের ডাকা ভারত বন্ধের দিন গোলমাল ঠেকাতে শহরের ৪৫টি বাজারের সামনে এক জন করে অফিসারের নেতৃত্বে চার জন পুলিশকর্মীকে রাখা হয়েছিল। এ বারও তেমনই ব্যবস্থা থাকছে বলে পুলিশ সূত্রের খবর। সেই সঙ্গে বাসস্ট্যান্ড, বাসগুমটি, মেট্রো এবং রেল স্টেশনের কাছেও পুলিশ-পিকেট থাকছে। রাস্তায় নামবে ডিভিশনাল মোবাইল ভ্যান এবং ‘র্যাপিড সিটি পেট্রোলের’ (আরসিপি) বেশ কিছু গাড়িও। যেগুলি গুরুত্বপূর্ণ এলাকায় টহল দেবে। লালবাজার জানিয়েছে, ডিভিশনাল ডিসি ছাড়াও অতিরিক্ত প্রায় ১৪ জন ডিসিকে বিভিন্ন এলাকার পরিস্থিতির উপরে নজর রাখতে বলা হয়েছে।
পুলিশের এক কর্তা বলেন, গত বার যে সব জায়গায় বন্ধ সমর্থকেরা রাস্তা অবরোধ করেছিলেন, এ বার সে সব এলাকার নিরাপত্তায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্ধ সমর্থক এবং বিরোধীদের মধ্যে কোনও ভাবেই যাতে গোলমাল না হয়, তা দেখাই হবে আমাদের প্রধান কাজ। এ ছাড়া, যে সব এলাকায় মিছিল হবে, সেখানে যাতে কোনও গাড়ি চলে না আসে, তা দেখতেও বলা হয়েছে পুলিশকে।’’