শুক্রবার আইসিসিআরে উদ্বোধন শিল্পী বিমল কুন্ডুর সঙ্গে শিল্পী তথা চিফ ইনকাম ট্যাক্স কমিশনার নিবেদিতা বিশ্বাস। নিজস্ব ছবি।
দেশের তাবড় আমলাদের আঁকা ছবির প্রদর্শনী শুরু হয়েছে কলকাতায়। শুক্রবার কলকাতার আইসিসিআরে এই প্রদর্শনীর উদ্বোধন হয়। রবিবার পর্যন্ত চলবে এই প্রদর্শনী। আমলাদের আঁকা ছবির প্রদর্শনীতেও আরজি কর হাসপাতালে নিহত যুবতী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। দেশের প্রশাসনকে সচল রেখেও নিজেদের শৈল্পিক সত্তাকে বাঁচিয়ে রাখতেই দেশের আটজন আমলা ছবিগুলি এঁকেছেন, সেই সব ছবিই স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘ভাইব্র্যান্ট ভিশনস’।
শুক্রবার আইসিসিআরে এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী বিমল কুন্ডু। উদ্বোধনের পর তিনি বলেন, ‘‘যাঁরা খুব ব্যস্ত, বড় পদে চাকরি করেন, যাঁদের ঘরে ঢুকতে স্লিপ লাগে, তাঁরা কাজের ব্যস্ততার পরেও ছবি আঁকার জন্য মন বাঁচিয়ে রেখেছেন, এটাই বিরাট ব্যাপার।’’ কলকাতায় কর্মরত চিফ ইনকাম ট্যাক্স কমিশনার নিবেদিতা বিশ্বাস ছাড়াও, এই প্রদর্শনীতে যাঁদের ছবি জায়গা করে নিয়েছে তাঁদের মধ্যে রয়েছেন চণ্ডীগড়ে কর্মরত আইআরএস আধিকারিক হরমিত সিংহ ও ইন্দরজিৎ কউর, মহারাষ্ট্রের আইআরএস আধিকারিক রচনা চোখার এবং নিনা সিংহ প্রমুখ। এ ছাড়াও ওড়িশার প্রাক্তন আমলা আরকে মিশ্রের আঁকা ছবিও রয়েছে এই প্রদর্শনীতে। এঁরা সকলেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।
শুক্রবার আইসিসিআরে প্রদীপ প্রজ্জ্বলন করে ছবি প্রদর্শনীর সূচনা করেন শিল্পী বিমল কুন্ডু। নিজস্ব ছবি।
উদ্যোক্তারা জানাচ্ছেন, ভারতের সাংস্কৃতিক রাজধানী হল কলকাতা। তাই তাঁদের প্রথম প্রচেষ্টা কলকাতাতে সফল হওয়ায় খুশি তাঁরা। কলকাতার পাশাপাশি, ফেব্রুয়ারি মাসে মুম্বইয়ে, তার পর দিল্লিতে, এবং ভুবনেশ্বরেও এই প্রদর্শনী হবে। প্রদর্শনী প্রসঙ্গে শিল্পী নিবেদিতা বলেন, ‘‘আমরা আমাদের অবসর সময়কে ছবি আঁকার সময় হিসেবে বেছে নিয়েছি। কর্মব্যস্ত জীবনে আমাদের কাছে ছবি আঁকা একটু আনন্দের বিষয়। আমরা সমমনস্ক মানুষেরা এক হয়েই এই প্রদর্শনীর আয়োজন করেছি। আগামী দিনেও কলকাতায় আমাদের ছবির প্রদর্শনী আরও বড় আঙ্গিকে করার ভাবনা রয়েছে।’’ আরজি করের ঘটনার প্রসঙ্গেও ছবি এঁকেছেন নিবেদিতা। সেই প্রসঙ্গে তিনি বলছেন, ‘‘আরজি করের ঘটনা দেশের সর্ব স্তরের মানুষকে নাড়া দিয়েছিল। আমি যে ছবিটা এঁকেছি, তা যিনি নিহত হয়েছেন তাঁর বা আমার কি না বলতে পারব না। তবে সেই ঘটনায় যে আমাদের অন্তরও কেঁদে উঠে প্রতিবাদ জানিয়েছে, এই ছবিটি দিয়ে তা-ই বোঝাতে চেয়েছি।’’