চুক্তির পুনর্নবীকরণ না করে চাকরি থেকে আচমকা বসিয়ে দেওয়ার প্রতিবাদে ফের বিক্ষোভে সামিল হলেন পুলিশে কর্মরত প্রাক্তন সৈনিকেরা। সোমবার সকালে বেঙ্গল হেড কোয়ার্টার্সের সামনে পুলিশের পোশাক পরেই তাঁরা দেড় ঘণ্টা বিক্ষোভ দেখান। উচ্চপদস্থ কর্তাদের কাছ থেকে বিবেচনার আশ্বাস মেলার পরে তাঁরা বিক্ষোভ তুলে নেন। গত শুক্রবারও একই দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন পুলিশে কর্মরত প্রাক্তন সৈনিকেরা।