নব মহাকরণ।—ছবি সংগৃহীত।
করোনা-আতঙ্কে প্রতিটি তলেই জীবাণুনাশের কাজ চলছিল কিরণশঙ্কর রায় রোডের নিউ সেক্রেটারিয়েট ভবন বা নব মহাকরণে। গত সপ্তাহে হঠাৎ ওই বহুতলের পাঁচতলার ‘এ’ ব্লকে রাজ্য সরকারের ‘কোঅপারেটিভ’ দফতরের এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় সেই অভিযান আরও জোরদার হয়েছে। কর্তৃপক্ষ জানান, নিয়ম মেনেই কর্মীদের প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে।
বারোতলা ওই বহুতলের প্রতিটি অফিসকে চিহ্নিত করে আলাদা ভাবে জীবাণুনাশের কাজ করা হচ্ছে। অফিসের কাজকর্মে যাতে ব্যাঘাত না-ঘটে, তার জন্য ছুটির পরে শুরু করা হচ্ছে সাফাইকাজ। বিভিন্ন দফতরের পাশাপাশি শৌচালয়গুলিও জীবাণুমুক্ত করার কাজ চলছে। ওই ভবনটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে রাজ্য পূর্ত দফতর। সেই দফতর সূত্রের খবর, নিউ সেক্রেটারিয়েটে তিনটি ব্লক মিলিয়ে মোট দশটি অফিস রয়েছে। কর্মীরা ছাড়াও প্রতিদিন সেখানে বাইরের বহু লোক বিভিন্ন প্রয়োজনে আসেন। তবে করোনা পরিস্থিতিতে বহিরাগতদের প্রবেশের ক্ষেত্রে নিয়ম কঠোর করা হয়েছে বলে পূর্ত দফতর জানিয়েছে।
কলকাতা পুরসভার স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর সন্তোষ পাঠক জানান, গত সপ্তাহে ওই ভবনের কোঅপারেটিভ দফতরে এক কর্মীর সংক্রমণের খবর পেয়েই পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে। তিনি জানান, ওই এলাকার বিভিন্ন জায়গা থেকে করোনা সংক্রমণের খবর আসছে। স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া-র আঞ্চলিক সদর দফতরেও কর্মীদের কয়েক জন আক্রান্ত হয়েছেন।
ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, গত সপ্তাহে কয়েক জন কর্মীর করোনা ধরা পড়ার পরেই শনিবার গোটা অফিস বন্ধ রেখে জীবাণুমুক্ত করা হয়। নতুন করে কোনও সংক্রমণের খবর আসেনি।