মেট্রোয় ফের মৃত্যু, দুর্ভোগ

ব্যস্ত সময়ে এমন ঘটনার জেরে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ ০১:৩২
Share:

—ফাইল চিত্র।

মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়। সোমবার সকালে গীতাঞ্জলি স্টেশনে ওই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম হারানচন্দ্র মণ্ডল (৬০)। তিনি নেতাজিনগর এলাকার বাসিন্দা। এ দিন সকালে গীতাঞ্জলি স্টেশনে দমদমগামী একটি এসি মেট্রোর সামনে তিনি ঝাঁপ দেন। আপৎকালীন ব্রেক কষেও দুর্ঘটনা এড়াতে পারেননি চালক। মাথায় গুরুতর আঘাত লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

ব্যস্ত সময়ে এমন ঘটনার জেরে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনের মধ্যে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। নিউ গড়িয়া, কবি নজরুল, নেতাজি-সহ বিভিন্ন স্টেশনে বহু যাত্রী আটকে পড়েন। নোয়াপাড়া থেকে টালিগঞ্জের মধ্যে ট্রেন চললেও তা নির্ধারিত সময় মেনে হয়নি। দমদম থেকে এসপ্লানেডের দিকের বহু যাত্রীই সময়মতো মেট্রো পাননি। মেট্রো কর্তৃপক্ষ অবশ্য জানান, ৯টা ২৮ এ ঘটনা ঘটেছিল। ১০টা ৫ মিনিট নাগাদ পুরোপুরি মেট্রো চলাচল শুরু হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement