যানজটের আশঙ্কায় দক্ষিণের পুজোকর্তারা

বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে শহরের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে সমন্বয় বৈঠক ছিল কলকাতা পুলিশের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৪
Share:

—ফাইল চিত্র।

মাঝেরহাট সেতু ভেঙে যাওয়ায় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে যানজটের বিরাম নেই। গোদের উপরে বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে চেতলা লকগেট সেতু বন্ধ হয়ে যাওয়া। এ বারের পুজোয় তাই সম্ভাব্য যানজট নিয়ে বৃহস্পতিবার কলকাতা পুলিশের কাছে উদ্বেগের কথা জানালেন দক্ষিণ কলকাতার একাধিক পুজো কমিটির কর্তারা।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র সদনে শহরের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে সমন্বয় বৈঠক ছিল কলকাতা পুলিশের। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভা, সিইএসসি ও দমকলের প্রতিনিধিরাও। সেখানে চেতলা, নিউ আলিপুর ও বেহালার বিভিন্ন পুজো কমিটির কর্তারা জানান, মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে বেহালা, নিউ আলিপুর, চেতলা-সহ দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অংশে তীব্র যানজট হতে শুরু করে। এ বার চেতলা লকগেট সেতু বন্ধ হয়ে যাওয়ায় সেই যানজট আরও বাড়বে। যানজট এড়াতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন তাঁরা। পুলিশের তরফে তাঁদের যাবতীয় আশ্বাস দেওয়া হয়েছে। বন্দর ও খিদিরপুর এলাকার পুজোকর্তারা বেহাল রাস্তাঘাটের কথা জানান। কলকাতা পুরসভার তরফে এ দিন বলা হয়েছে, পুজোর আগেই রাস্তা সারানো হবে।

বৃষ্টির কথা মাথায় রেখে প্রতিটি পুজো কমিটিকে বাড়তি সতর্ক হতে বলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এ দিন তিনি বলেন, ‘‘পুজোর সময়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ১৯৯৯ সালে কাইজার স্ট্রিটে পুজো উদ্বোধন করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হয়েছিল। মাঠ বৃষ্টির জলে ডুবে থাকায় বাইরে থেকেই উদ্বোধন করতে হয়।’’ বৃষ্টির কথা মাথায় রেখে এ দিন তিনি পুজো উদ্যোক্তাদের মণ্ডপে বালি মজুত রাখতে অনুরোধ জানান। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে মণ্ডপে ঢোকা ও বেরোনোর রাস্তা চওড়া করতেও বলেন তিনি। মণ্ডপে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও রক্ষী রাখতেও অনুরোধ জানান পুলিশ কমিশনার। এ বারও মণ্ডপের সুরক্ষা ব্যবস্থার জন্য কলকাতা পুলিশ পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করবে বলে জানান সিপি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement