হু-হু করে দর্শক টানছে এই পুজো —নিজস্ব চিত্র।
বাঙালির দুর্গাপুজো পেয়েছে বিশ্বজনীন স্বীকৃতি। ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ‘যোধপুর পার্ক পল্লি ইউনিয়ন’-এর থিম তাই বাঙালির পুজোর বিবর্তন।
সাবেকি প্রতিমার সঙ্গে আধুনিকতার মিশেল ঘটিয়ে সাউথ সিটির উল্টো দিকে ইইডিএফ হাসপাতাল সংলগ্ন মাঠে তৈরি হয়েছে পল্লি উন্নয়নের মণ্ডপ। দক্ষিণের নামী পুজো মণ্ডপগুলোর মধ্যে আলাদা করে ভিড় টানছে এই পুজো। পুজোর অন্যতম উদ্যোক্তা নারায়ণ রায়ের কথায়, ‘‘শারদোৎসবের এই বিশ্বজনীন স্বীকৃতির পিছনে বহু মানুষের অবদান আছে। বারোয়ারি পুজোর এই বিবর্তনকেই তুলে ধরেছি আমরা।’’ এখানকার পুজোর প্রতিমাশিল্পী সনাতন (খোকা) পাল।
নিজস্ব চিত্র।
প্রসঙ্গত, ইউনেস্কো-র ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি পেয়েছে শারদোৎসব। ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশনে ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেসকো-র ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান দেওয়া হয়েছে। ইইডিএফ হাসপাতাল সংলগ্ন মাঠে ইউনেস্কো ধন্যবাদ জানিয়ে এ বারের থিম পুজো।