KMC

পুজোর বাজারে সচেতনতার প্রচারে নামছে পুরসভা

সবাই যাতে মুখে মাস্ক পরেন, সেই দিকেও গুরুত্ব দেওয়া হবে। যাঁদের মুখে মাস্ক নেই, তাঁদের পুরসভা বিনা পয়সায় মাস্ক বিলি করবে পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ০৪:১৮
Share:

পুজোয় করোনা নিয়ে সতর্ক করবে কলকাতা পুরসভা।

করোনা পরিস্থিতিতে পুজোর বাজারে ভিড় এড়াতে এ বার প্রচারে নামছে কলকাতা পুরসভা। আগামী সপ্তাহ থেকে শহরের যে সব বাজারে পুজোর কেনাকাটার জন্য প্রচুর ক্রেতা জমায়েত হচ্ছেন, সেখানে এই প্রচার চালানো হবে। শুধু প্রচারই নয়, এর সঙ্গে সব ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক পরতেও বলা হবে।

Advertisement

কলকাতা পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য তথা প্রাক্তন ডেপুটি মেয়র অতীন ঘোষ শুক্রবার বলেন, ‘‘জমায়েতের জেরে করোনার দাপট যাতে না বাড়ে সেই কারণেই পুজোর বাজারে ক্রেতা এবং বিক্রেতাকে সচেতন করার উদ্যোগী হয়েছই আমরা। সবাই যাতে মুখে মাস্ক পরেন, সেই দিকেও গুরুত্ব দেওয়া হবে। যাঁদের মুখে মাস্ক নেই, তাঁদের পুরসভা বিনা পয়সায় মাস্ক বিলি করবে।’’

পুরসভার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, পুজো যত এগিয়ে আসছে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগান, শ্যামবাজার-সহ সব বড় বাজার এলাকায় প্রতি বছরের মতো ভিড় বাড়ছে। রাস্তার ধারের খাবারের স্টল থেকে শুরু করে ছোট বা বড় রেস্তরাঁতেও অনেকেই যাচ্ছেন। পুজোর দিনগুলিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই কর্তৃপক্ষের অনুমান। যে খাবার বিক্রি হচ্ছে, তার মান যাতে ভাল থাকে তা নিশ্চিত করতে পুর স্বাস্থ্য দফতর আগামী ১৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রথম দফায় এবং কালীপুজো থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত দ্বিতীয় দফায় বড় হোটেল, রেস্তরাঁ এবং রাস্তার ধারের স্টলের খাবারের নমুনা পরীক্ষা করবে। পুরসভার যে ফুড সেফটি অফিসারে‌রা রয়েছেন, তাঁদের আটটি দলে ভাগ করে দেওয়া হবে। তাঁরা বিভিন্ন বরোয় ঘুরে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করবেন। খাবার খারাপ থাকলে আইন অনুযায়ী বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই আটটি দল ছাড়াও পুরসভার সদর দফতরে আরও একটি দল তৈরি থাকবে বলেও অতীনবাবু জানান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement