— প্রতীকী চিত্র।
ঘন কুয়াশার কারণে শনিবারও উড়ান চলাচল ব্যাহত হল কলকাতা বিমানবন্দরে। এ দিন কুয়াশার কারণে বৃহস্পতি ও শুক্রবারের তুলনায় আরও বেশি সময় ধরে পরিষেবা ব্যাহত হয়। এ দিন সকাল ৬টা ২৬ মিনিট থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত উড়ান চলাচল ব্যাহত হয়। ফলে ব্যাহত হয়েছে ৫০টিরও বেশি উড়ানের পরিষেবা। বৃহস্পতিবার ৭২টি এবং শুক্রবার ৩০টির মতো উড়ানের পরিষেবা ব্যাহত হয়েছিল।
উত্তুরে হাওয়া রুখে সমুদ্র থেকে ঢুকে পড়া জলীয় বাষ্প গত কয়েক দিন ধরেই কুয়াশার প্রকোপ বাড়িয়েছে। এ দিন সকালের দিকে দৃশ্যমানতা কমে আসায় উড়ান এবং যাত্রীদের সুরক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ দিন বিভিন্ন উড়ান সংস্থার কলকাতামুখী ২৩টি উড়ানের দেরি হয়। গত দু’দিনের অভিজ্ঞতা থেকে উড়ান সংস্থাগুলি সতর্কতা নেওয়ায় এ দিন উড়ান অন্যত্র ঘুরিয়ে দিতে হয়নি। তবে বিভিন্ন উড়ানের ক্ষেত্রে বেশ কয়েক ঘণ্টা দেরি হয়। এ দিন কুয়াশার কারণে কলকাতা থেকে ৩০টি উড়ানের ছাড়তে দেরি হয় এবং ২৩টি উড়ান দেরিতে অবতরণ করে।