ফাইল ছবি
রাজ্য সফরে এসে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের শিল্পায়ন থেকে কর্মসংস্থান, সব কিছু নিয়েই রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরতে ব্যস্ত ছিলেন অমিত। এ বার সেই সাংবাদিক বৈঠকের জবাব দিল তৃণমূল। মঙ্গলবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে শিল্পায়ন থেকে আমপানে সরকারি সাহায্য, সব কিছু নিয়েই দলের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
মঙ্গলবার প্রথমে সরকারের প্রকল্পের সাফল্য তুলে ধরেন সৌগত। তিনি বলেন, দুয়ারে সরকার প্রকল্প এক কোটির বেশি মানুষের কাছে পৌঁছেছে। দ্বিতীয় পর্যায়ে ৭৩৭টি শিবির হয়েছে। ১২টি সরকারি প্রকল্প ১ কোটি ২৩ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। খাদ্যসাথীর জন্য ৩ লক্ষ ১৮ হাজার ও স্বাস্থ্যসাথীর জন্য ৭৯ লক্ষ মানুষ যোগাযোগ করেছেন।
এরপরেই সৌগত রায় অমিত শাহের করা সমস্ত অভিযোগের জবাব দিতে থাকেন। তিনি বলেন, আমপানে সরকারি সাহায্যের টাকা নয়ছয়ের যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা। বাস্তবে আমপানের জন্য এসডিআরএফ বরাদ্দ ৩২ হাজার ৩১০ কোটি টাকা এখনও পায়নি রাজ্য। অমিত শাহ অভিযোগ করেছিলেন শিল্প-উৎপাদন ক্ষেত্রে স্বাধীনতার পর থেকে ৩০ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ হয়েছে। সেই যুক্তি উড়িয়ে দিয়ে সৌগত রায়ের মন্তব্য, গত দশ বছরে শিল্প-উৎপাদন ক্ষেত্রে ৬০ শতাংশ বিদ্রোহ হয়েছে।
অমিত শাহ বলেছেন, পাট শিল্পের অবস্থা খারাপ। সৌগত রায় বলেছেন, ‘‘রাজ্যে যথেষ্ট পাট শিল্প আছে বা গড়ে উঠেছে। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষিক্ষেত্রে কাজে লাগবে এমন ৬০ কোটি পাটের ব্যাগ কেনার সিদ্ধান্ত নিয়েছে। চাল কেনার ক্ষেত্রেও পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়েছে।’’
সব মিলিয়ে শিল্প-উৎপাদনে বৃদ্ধির হার তলানিতে ঠেকেছে বলে অভিযোগ করেছিলেন অমিত শাহ। সেই নিয়েও সৌগত রায় পরিসংখ্যান উল্লেখ করে বলেন, ২০১৯-২০ সালে শিল্প-উৎপাদনে বৃদ্ধি হার দেশের সামগ্রিক হারের থেকে পাঁচগুণ বেশি।
সোমবারই প্রধানমন্ত্রী টুইট করে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে কমিটি তৈরি করার কথা বলেছিলেন। মঙ্গলবার সৌগত রায় মনে করিয়ে দেন, গত ২৬ নভেম্বরই মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি এই বিষয়ে তৈরি করেছেন। সেই কমিটিতে রয়েছেন অমর্ত্য সেন থেকে শুরু করে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সকলেই। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করার যে আবেদন করেছেন,সে কথাও মনে করার সৌগত।
রাস্তা থেকে বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, অমিত শাহের তোলা সব অভিযোগের সব জবাব দিয়েছেন সৌগত রায়। তিনি জানিয়েছেন, ৯০ লক্ষ পরিবারের কাছে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে রাজ্য। স্বাস্থ্যখাতে রাজ্যের বাজেট বেড়েছে তিনগুণ। সব দিক থেকেই রাজ্য উন্নয়নের পথে আছে, দাবি সৌগতর।
আরও পড়ুন: ঝগড়ুটে, স্বামীকে সন্দেহ, অত্যাচার আইনি নোটিসে বিস্ফোরক সৌমিত্র
আরও পড়ুন: শুরু পূর্ব বর্ধমানে, জেলায় জেলায় শুভেন্দু-সফরে গাইড দিলীপ