Wastage

ড্রোনের ছবিতে ধরা পড়ল আবর্জনার বেহাল চিত্র

পুর কর্তারা জানাচ্ছেন, জিপিএস ম্যাপের মাধ্যমে প্রতিটি বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে। ড্রোনে তোলা ছবির প্রিন্ট আউট নিয়ে ওই সব ঠিকানায় যাবেন পুরকর্মীরা। প্রথমে সতর্ক করে সাত দিনের সময় দেওয়া হবে। এর পরে পরিস্থিতি খতিয়ে দেখে কাজ না হলে ধরানো হবে নোটিস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০২:৪৪
Share:

প্রতীকী চিত্র।

করোনা পরিস্থিতিতে অনেক বাড়ি বা কলোনি এলাকায় ঢুকতে পারছেন না স্বাস্থ্যকর্মীরা। তাই ডেঙ্গির মোকাবিলায় কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছিল পুর কর্তৃপক্ষকে। কোথায় কী সমস্যা রয়েছে, তা দেখতে ড্রোন উড়িয়ে ছবি তুলল কামারহাটি পুরসভা। পুরসভা সূত্রের খবর, ছবিতে ধরা পড়েছে পুকুরে জমে রয়েছে আবর্জনা, গৃহস্থ বাড়ির ছাদের টবে জমা জলে জন্মেছে ডেঙ্গির মশার লার্ভা। এ দিন ২৪ নম্বর ওয়ার্ডে ড্রোন ওড়ায় পুর স্বাস্থ্য বিভাগ। দেখা যায়, স্থানীয় একটি জুটমিলের ভিতরে বহু জায়গায় জঙ্গল হয়ে রয়েছে। বিস্তীর্ণ জায়গা জুড়ে জমে রয়েছে জল। তাতে জন্মেছে ডেঙ্গির মশার লার্ভা। এর পাশাপাশি দেশপ্রিয় নগর, প্রবর্তক পল্লি, সিদ্ধার্থশঙ্কর রায় কলোনি-সহ নানা এলাকায় ড্রোন উড়িয়ে বাড়ির ছাদ, দু’টি বাড়ির মাঝের ফাঁকা জায়গা, পুকুরের ছবি তোলা হয়। পুরসভা জানায়, ডেঙ্গির মশার লার্ভা জন্মেছে এমন প্রায় ১৫টি বাড়ি চিহ্নিত করা হয়েছে।

Advertisement

পুর কর্তারা জানাচ্ছেন, জিপিএস ম্যাপের মাধ্যমে প্রতিটি বাড়ির ঠিকানা পাওয়া গিয়েছে। ড্রোনে তোলা ছবির প্রিন্ট আউট নিয়ে ওই সব ঠিকানায় যাবেন পুরকর্মীরা। প্রথমে সতর্ক করে সাত দিনের সময় দেওয়া হবে। এর পরে পরিস্থিতি খতিয়ে দেখে কাজ না হলে ধরানো হবে নোটিস। প্রয়োজনে পুরসভা জঙ্গল সাফ করে বিল পাঠাবে সংশ্লিষ্ট মালিককে।

পুর প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রাক্তন চেয়ারম্যান পারিষদ বিমল সাহা বলেন, ‘‘এ বছর ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা বিগত বছরের তুলনায় কম হলেও, দুশ্চিন্তা কাটেনি। অক্টোবর থেকে ডেঙ্গির প্রকোপ বাড়তেই পারে। করোনার সঙ্গে ডেঙ্গিও শুরু হলে সমস্যা বেড়ে যাবে।’’ গত বছর কামারহাটিতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন ৪৩৫ জন। মারা গিয়েছেন চার জন। অন্তত কুড়ি জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এমন ওয়ার্ড ছিল পাঁচটি। সব থেকে বেশি, ৮৭ জন আক্রান্ত হয়েছিলেন ৮ নম্বর ওয়ার্ডে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement