Driver

মহিলা খুনে ধৃত চালক

দিন কয়েক আগে গাড়িতে থাকা সামগ্রী চুরি যাওয়ায় তাকেই দায়ী করলে কাজ ছেড়ে দেয় জাহাঙ্গির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০ ০১:৩২
Share:

—প্রতীকী ছবি।

মহাজাতি সদনের উল্টো দিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের ফুটপাত থেকে গত রবিবার উদ্ধার হয়েছিল জইবুন বিবি নামে এক মহিলার রক্তাক্ত দেহ। ঘটনায় মৃতার গাড়ির চালককে সোমবার বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম শেখ জাহাঙ্গির।

Advertisement

তাকে মঙ্গলবার বিচারক ২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজত দেন। পুলিশ জানিয়েছে, মেছুয়াপট্টিতে ফল নিয়ে যেতে জইবুনের দু’টি গাড়ি ভাড়া খাটত। সেই গাড়ি চালাত জাহাঙ্গির। জেরায় পুলিশকে সে জানিয়েছে, গাড়ি চালানো নিয়ে জইবুন তাকে কটূক্তি করতেন। দিন কয়েক আগে গাড়িতে থাকা সামগ্রী চুরি যাওয়ায় তাকেই দায়ী করলে কাজ ছেড়ে দেয় জাহাঙ্গির। তদন্তকারীরা জানান, বদলা নিয়ে টাকা হাতাতেই সে খুন করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement