প্রতীকী ছবি।
কলকাতা পুরসভার কর্মী পরিচয় দিয়ে এক বৃদ্ধাকে বেঁধে রেখে ডাকাতি করল দুই দুষ্কৃতী। সোমবার ভর দুপুরে ঘটনাটি ঘটেছে মাদুরদহের একটি অভিজাত আবাসনে।
মাদুরদহের ওই আবাসনের তিন তলার ফ্ল্যাটের বাসিন্দা ৭২ বছরের মীনাক্ষী সরকার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুর দেড়টা নাগাদ বাড়িতে একাই ছিলেন মীনাক্ষী দেবী। তাঁর ছেলে পাশেরই একটা আবাসনে থাকেন। ওই বৃদ্ধা পুলিশকে জানিয়েছেন, দুপুরে কলকাতা পুরসভার কমলা জ্যাকেট পরনে দুই যুবক তাঁর ফ্ল্যাটের দরজায় কলিং বেল বাজান। দরজা খুলতেই তাঁরা নিজেদের কলকাতা পুরসভার কর্মী পরিচয় দিয়ে জানান, জল পরীক্ষা করতে এসেছেন।
কলকাতা পুরসভা লেখা জ্যাকেট পরনে থাকায় কোনও রকম সন্দেহ করেননি বৃদ্ধা। অভিযোগ, তিনি দরজা খুলে তাঁদের ভিতরে ঢুকতে দিতেই ওই দুই যুবক ঝাঁপিয়ে পড়েন বৃদ্ধার উপর। এক তদন্তকারী জানিয়েছেন, বালিশের খোল দিয়ে মুখ বেঁধে দেওয়া হয় বৃদ্ধার। তার পর বৃ্দ্ধার কাছে লকারের চাবি চান ওই দুই যুবক। যদিও বৃদ্ধা চাবি দেওয়ার আগেই ওই যুবকরা চাবি নিজেরাই খুঁজে বের করে নেন এবং আলমারির মধ্যে থাকা লকার থেকে সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেন।
আরও পড়ুন: কান্না চাপতে মুখে-গলায় সেলোটেপ, শ্বাসরোধ করে নিজের সন্তানকে খুন করেছেন ওই মা!
আরও পড়ুন: ১ ফ্রেব্রুয়ারি থেকে বন্ধ টালাব্রিজ, দেখে নিন বিকল্প রাস্তা
বৃদ্ধার হাত-পা বাঁধা না থাকায় ওই দুই যুবক চম্পট দেওয়ার পরেই তিনি মুখের বাঁধন খুলে প্রতিবেশীদের ডাকেন। এর পর খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। থানার কর্মীদের পাশাপাশি ঘটনালস্থলে যান কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরাও। প্রাথমিক তদন্তের পর জানা যায়, ওই আবাসনে দু’টি প্রবেশ পথ। পিছনের প্রবেশ পথ দিয়ে সাধারণত পুরসভার সাফাই কর্মীরা যাতায়াত করেন। এ দিন দুপুরেও নিরাপত্তা কর্মীদের সামনেই ওই দুই যুবক ঢোকেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, আবাসনের সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে ওই দু’জনের ছবি। তাঁরা বাংলাতেই কথা বলছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা।