পদকে স্মরণ

প্রতি বছর কৃতী এমবিবিএস পড়ুয়াদের যে স্বর্ণপদক দেওয়া হয়, আগামী বছর থেকে তা সদ্য প্রয়াত চিকিৎসক তথা স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত মৈত্রের নামাঙ্কিত করতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কাউন্সিল সূত্রে খবর, এমবিবিএসের চতুর্থ বর্ষে সর্বোচ্চ নম্বর প্রাপককে ওই পদক দেয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০১:০৯
Share:

প্রতি বছর কৃতী এমবিবিএস পড়ুয়াদের যে স্বর্ণপদক দেওয়া হয়, আগামী বছর থেকে তা সদ্য প্রয়াত চিকিৎসক তথা স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ কমিটির প্রাক্তন চেয়ারম্যান সুব্রত মৈত্রের নামাঙ্কিত করতে চায় রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কাউন্সিল সূত্রে খবর, এমবিবিএসের চতুর্থ বর্ষে সর্বোচ্চ নম্বর প্রাপককে ওই পদক দেয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এই সংক্রান্ত একটি প্রস্তাব ইতিমধ্যেই স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। মেডিসিনের কৃতী চিকিৎসক সুব্রতবাবুর স্মৃতিরক্ষায় ওই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য দফতরের শীর্ষকর্তারাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement