স্মরজিৎ জানা
কোভিডে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন যৌনকর্মী সংগঠন ‘দুর্বার’ মহিলা সমিতির প্রতিষ্ঠাতা স্মরজিৎ জানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮। শনিবার সকাল ১১টা নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পেশায় চিকিৎসক স্মরজিতের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘স্মরজিৎ জানার মৃত্যুতে আমি শোকাহত। যৌনকর্মীদের জন্য কোঅপারেটিভ গঠন করে তাঁদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করার পাশাপাশি তাঁদের হাতে পরিচয় পত্রও তুলে দিয়েছিলেন তিনি। যার মাধ্যমে যৌনকর্মীদের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় নিয়ে আসা সম্ভব হয়েছিল।। তাঁর পরিবারের প্রতি সমবেদনা’।
১৯৯৫ সালে চিকিৎসক স্মরজিৎ জানার হাত ধরেই তৈরি হয় ‘দুর্বার’। যৌনপল্লিতে এইডস সহ বিভিন্ন যৌনরোগ প্রতিরোধে প্রথম তাঁর নেতৃত্বেই শুরু হয় সচেতনতা প্রচার। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য রাজ্যেই সেই উদ্যোগ নেন তিনি।