— প্রতিনিধিত্বমূলক ছবি।
সরকারি চাকরিতে বেশি সুযোগ দিতে হবে সরকারি দন্ত চিকিৎসা প্রতিষ্ঠান থেকে পাশ করা চিকিৎসকদের। এই দাবিতে আজ, বৃহস্পতিবার রাজ্যের হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডে স্মারকলিপি দেবেন তিনটি সরকারি ডেন্টাল কলেজ থেকে বিডিএস পাশ করা চিকিৎসকেরা। কারণ, ৪৪টি শূন্য পদে দন্ত শল্য চিকিৎসক নিয়োগের জন্য ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
রাজ্যে মোট ডেন্টাল কলেজ রয়েছে ছ’টি। তার মধ্যে আর আহমেদ, বর্ধমান এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজ— এই তিনটি সরকারি। সেখান থেকে পাশ করা চিকিৎসকদের বড় অংশের দাবি, সরকারি কলেজে সর্বাধিক ৫৫ থেকে ৭০ শতাংশ নম্বর মেলে। অথচ, বেসরকারি কলেজের এক-এক জন পড়ুয়া ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর নিয়ে পাশ করছেন। স্বভাবতই, সরকারি চাকরির ইন্টারভিউয়ে তাঁরা প্রথম থেকে এগিয়ে থাকছেন। আর আহমেদ ডেন্টাল কলেজ থেকে পাশ করা চিকিৎসক ঐহিক সিংহরায় বলেন, ‘‘সরকারি কলেজে সুযোগ পেতে হলে নিট দিয়ে আসতে হয়। দাঁতের অসুখে ভোগা অসংখ্য রোগী দেখতে হয় পাঁচ বছর ধরে। অথচ, পাশ করার পরে আমাদেরই সুযোগ কম।’’ তাঁর দাবি, চাকরির বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি।