mukul roy

অভিষেকের পরেই মুকুল-জায়াকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ

বুধবার রাত ৯টা নাগাদ দিলীপ ঘোষ হাসপাতালে যান। মুকুল রায়ের স্ত্রী-র চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২১ ২২:১৫
Share:

দিলীপ ঘোষ ও মুকুল রায় ফাইল ছবি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর পরই মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। বুধবার রাত ৯টা নাগাদ দিলীপ ঘোষ হাসপাতালে যান। মুকুল রায়ের স্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তিনি খোঁজ খবর নিয়েছেন।

Advertisement

করোনা সংক্রমণের পরে বেশ কিছু দিন ধরেই ই এম বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুলের স্ত্রী কৃষ্ণা রায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণা করোনা মুক্ত হলেও অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে। সেই কারণে তাঁকে এখন একমো সাপোর্টে রাখা হয়েছে। বুধবার মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে যান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যখন যান, তখন সেখানে মুকুল ছিলেন না। তবে ছিলেন মুকুলের ছেলে শুভ্রাংশু রায়। তাঁর সঙ্গেই অভিষেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন। বুধবার হাসপাতালে অভিষেক যখন যান, তখন সেখানে মুকুল ছিলেন না। তবে ছিলেন মুকুলের ছেলে তথা বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়। তাঁর সঙ্গেই অভিষেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেন।

মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। তা সত্ত্বেও রাজ্য বিজেপির তরফে সেই ভাবে তাঁর স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছিল না। এই বিষয়টি নিয়ে ঘনিষ্ঠ মহলে ক্ষোভ প্রকাশ করেছেন শুভ্রাংশু। ১১ মে থেকে কৃষ্ণা রায় হাসপাতালে ভর্তি থাকলেও তাঁকে দেখতে কেউ গিয়েছেন বলে বিজেপি-র কোনও নেতাই মনে করতে পারছেন না। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, অভিষেক যাওয়ার পর ড্যামেজ কন্ট্রোল করতেই কি দিলীপ ঘোষ হাসপাতালে ছুটলেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement