ডিসানের সেই বিশেষ নিভৃতবাস কেন্দ্র। —নিজস্ব চিত্র
কম এবং উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য বিশেষ নিভৃতবাস কেন্দ্র (স্যাটেলাইট সেন্টার) তৈরি করল ডিসান। সংস্থাটির তরফে দাবি করা হয়েছে, বাড়ির মতোই আরামদায়ক এবং সুরক্ষিত পরিবেশ রয়েছে ওই কেন্দ্রে।
কলকাতার ডিসান হাসপাতালের তরফে জানানো হয়েছে, কম এবং উপসর্গহীন করোনা আক্রান্তদের জন্য সমস্ত সুবিধা রয়েছে ওই কেন্দ্রে। সর্বক্ষণের জন্য অভিজ্ঞ চিকিৎসকের দল রয়েছেন বলেও সংস্থাটির তরফে দাবি করা হয়েছে। সর্বক্ষণের জন্য সেবা শুশ্রূষাও মিলবে বলে জানিয়েছে ডিসান।
এ ছাড়াও প্রতি দিন চিকিৎসকদের পরামর্শ পাওয়া যাবে। রয়েছে হাসপাতাল থেকে নিভৃতবাস কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থাও। কেন্দ্রে নির্দিষ্ট সময়ে মিলবে তিন বেলার খাবার এবং পানীয় জল। থাকবে চা এবং কফির ব্যবস্থাও। নগদ টাকা, ডেবিট কার্ড বা নানা মাধ্যমে ওই পরিষেবার জন্য দেওয়া যাবে টাকা। ৯০৫১৭১৫১৭১ নম্বরে খোলা হয়েছে হেল্পলাইন।