Dead Body Recovered

খুনে অভিযুক্ত প্রৌঢ়ের‌ দেহ উদ্ধার ফ্ল্যাটে

পুলিশ জানায়, চার বছর আগে বাবাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে চন্দ্রনাথ গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে আদালতে পুলিশ চার্জশিটও জমা দিয়েছিল। বর্তমানে জামিনে থেকে চন্দ্রনাথ মামলা লড়ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ০৫:৫৮
Share:

—প্রতীকী ছবি।

বাবাকে খুনের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। জামিনে থেকে মামলা লড়ছিলেন। এমনই পরিস্থিতিতে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হল তাঁর ফ্ল্যাট থেকে। রবিবার, বাগুইআটি থানা এলাকার অশ্বিনীনগরের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম চন্দ্রনাথ চট্টোপাধ্যায় (৬১)। তিনি অশ্বিনীনগরের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। এ দিন দুপুরে ফ্ল্যাটের মেঝে ও সোফার মধ্যে পড়ে থাকা অবস্থায় চন্দ্রনাথের দেহটি উদ্ধার হয়। পুলিশ জানায়, ফ্ল্যাট থেকে প্রচুর মদের বোতল মিলেছে। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ওই প্রৌঢ়। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, চার বছর আগে বাবাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে চন্দ্রনাথ গ্রেফতার হন। তাঁর বিরুদ্ধে আদালতে পুলিশ চার্জশিটও জমা দিয়েছিল। বর্তমানে জামিনে থেকে চন্দ্রনাথ মামলা লড়ছিলেন। পুলিশের দাবি,পরিবারের সঙ্গে কথা বলে তারা জেনেছে, ওই খুনের ঘটনার পর থেকে চন্দ্রনাথের স্ত্রী ও সন্তানকলকাতার বাইরে থাকেন। ফ্ল্যাটে প্রৌঢ় একাই থাকতেন। তাঁর এক আত্মীয় থাকেন উপরের ফ্ল্যাটে।তিনিই এ দিন পুলিশ ও চন্দ্রনাথের অন্য আত্মীয়দের খবর দেন। পুলিশ জানায়, এ দিন সকাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল গোটা আবাসনে। এর পরেই থানায় খবর যায়। পুলিশ ওই ফ্ল্যাটের তালা ভেঙে চন্দ্রনাথের পচাগলা দেহ উদ্ধার করে। দেহটি একেবারে বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছে বলে তদন্তকারীরা জানান। তা দেখে পুলিশের অনুমান,অন্তত দিন তিনেক আগে ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement