প্রতীকী ছবি।
সোনা পাচারের অভিযোগে দুবাই থেকে আসা দুই বিমানযাত্রীকে আটক করা হল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ধৃতদের কাছ থেকে প্রায় ১ কিলো ৬০০ গ্রাম সোনার মলম (গোল্ড পেস্ট) উদ্ধার করেছে শুল্ক দফতর। যার বাজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, দুবাই থেকে আসা ওই দুই ব্যক্তির পরণের জিন্সের পকেটে মোড়রে রাখা ছিল ওই সোনার মলম। সাম্প্রতিক কালে আন্তর্জাতিক চোরাকারবার চক্র মলমের আকারে সোনা পাচার করছে। চলতি মাসে তেলঙ্গানার হায়দরাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা এক ব্যক্তির পায়ে বাঁধা ব্যান্ডেজ থেকে ৯৭০ গ্রাম সোনার মলম উদ্ধার হয়েছিল। যার মূল্য ছিল প্রায় ৪৭ লক্ষ টাকা।
শুল্ক দফতরের এক আধিকারিক জানিয়েছেন, সোনা পাচারের নতুন এই প্রক্রিয়াটি ইদানিং বেড়েছে। কারণ, এই ভাবে সোনা পাচার করা হলে ধরা পড়ার সম্ভাবনা কম। সোনাকে গলিয়ে তার মধ্যে খাদ এবং বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় এই মলম। বিমানবন্দরে ‘মেটাল ডিটেক্টর’ পরীক্ষায় যা সহজে ধরা পড়ে না। পাচারের পর রাসায়নিক এবং খাদ আলাদা করার জন্য প্রথমে ওই পেস্টকে পাউডারে পরিণত করা হয়। তার পর তার থেকে আলাদা করা হয় সোনা।