Kolkata Police

Durga Puja 2021: নির্দেশ মানা হচ্ছে কি, মণ্ডপ পরিদর্শনে পুলিশ

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পুলিশ কমিশনার সৌমেন মিত্র একাধিক মণ্ডপে ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২১ ০৬:৫৮
Share:

পুলিশ কমিশনার সৌমেন মিত্র ফাইল চিত্র।

কোভিড-বিধি মেনে পুজোর অনুমতি মিললেও এ বছরেও পুজো মণ্ডপ দর্শক-শূন্য রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে একগুচ্ছ বিধিনিষেধও আরোপ করেছে। কিন্তু শহরের পুজো কমিটিগুলি আদৌ সেই নির্দেশ মানছে কি না, তা খতিয়ে দেখতে সোমবার মণ্ডপ পরিদর্শনে গেলেন লালবাজারের পুলিশকর্তারা। এ দিন সকাল থেকে শহরের একাধিক বড় পুজো মণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। সঙ্গে ছিলেন দমকলের আধিকারিকেরা। সূত্রের খবর, আজ, আজ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে পুলিশ কমিশনার সৌমেন মিত্র একাধিক মণ্ডপে ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন।

Advertisement

এ বছরের পুজো নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। প্রশাসনের তরফে গত বছরের মতোই কোভিড-বিধি মেনে পুজো করা হবে বলে জানানো হয়। এর পরেই পুজো মণ্ডপে দর্শকের প্রবেশ নিষিদ্ধ করে হাই কোর্ট। এমনকি মণ্ডপের ১০ মিটার দূরে ‘নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়ে দর্শকদের আটকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। আদালতের সেই নির্দেশ মণ্ডপগুলিতে আদৌ ঠিক মতো মানা হচ্ছে কি না, তা এ দিন সরেজমিনে খতিয়ে দেখেন কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিংহ সরকার ও ডিসি (ট্র্যাফিক) অরিজিৎ সিংহ এবং দমকলের আধিকারিকেরা। এমনকি ভিড় নিয়ন্ত্রণে পুজো কমিটিগুলি কী ব্যবস্থা নিচ্ছে, মণ্ডপ খোলামেলা করা হয়েছে কি না, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা আছে কি না— তা-ও পুজো কমিটিগুলির থেকে জানতে চান তাঁরা। বেশ কয়েকটি পুজো কমিটিকে এ দিন প্রয়োজনীয় নির্দেশ দিতেও দেখা যায় পুলিশকর্তাদের। পাশাপাশি পুজোর ক’দিন রাস্তায় যান চলাচল যাতে স্বাভাবিক থাকে, তার জন্য পথ আটকে মণ্ডপ বা আলোর গেট তৈরি হচ্ছে কি না, সে বিষয়গুলিও খতিয়ে দেখা হয়।

এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ কসবার বোসপুকুর শীতলা মন্দির মণ্ডপে পৌঁছন পুলিশকর্তারা। কিছু ক্ষণ মণ্ডপ চত্বর ঘুরে দেখার পরে একে একে একডালিয়া এভারগ্রিন, দেশপ্রিয় পার্ক, সুরুচি সঙ্ঘ, কুমোরটুলি পার্ক, কলেজ স্কোয়ার-সহ শহরের ১৮টি পুজো মণ্ডপে যান তাঁরা। পরে যুগ্ম কমিশনার (সদর) বলেন, ‘‘পুজোকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্ট এবং রাজ্য সরকার কিছু নির্দেশ দিয়েছে। সেই নির্দেশগুলি মানা হচ্ছে কি না, তা-ই খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে পুজো কমিটিগুলিকে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হচ্ছে।’’

Advertisement

প্রসঙ্গত, এ বছর পুজো দর্শকশূন্য রাখার কলকাতা হাই কোর্টের নির্দেশে সম্মতি জানিয়েছে রাজ্য সরকার। তবে পুজোর ক’দিন নৈশ কার্ফু কিছুটা শিথিল করা হতে পারে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সে ক্ষেত্রে পুজোর দিনগুলিতে রাতের পথে বাড়তি ভিড়ের পাশাপাশি কোভিড-বিধি ভঙ্গের প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন পুলিশকর্তাদের একাংশ। কোভিড পরিস্থিতিতে সেই ভিড় নিয়ন্ত্রণ করাও অন্যতম বড় চ্যালেঞ্জ হতে পারে বলেও মনে করছেন তাঁরা। গত বছরেও পুজোয় শহরের পথে একাধিক বিধিভঙ্গের ছবি ধরা পড়েছিল। এ দিন দিনভর শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement