High Court

তরুণীর রহস্য-মৃত্যুতে আবার কেস ডায়েরি তলব

মৃতার পরিবারের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় অভিযোগ করেন, নেশামুক্তি কেন্দ্রের প্রধানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই ঘটনার সঙ্গে প্রধানও জড়িত বলে দাবি করেন আইনজীবী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৫
Share:

বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ঠাকুরপুকুরের নেশামুক্তি কেন্দ্রে এক তরুণী আবাসিকের রহস্য-মৃত্যুর মামলায় ফের কেস ডায়েরি তলব করল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ। সম্প্রতি সিসিটিভি ফুটেজ দেখে দু’জনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। তাই তদন্তের অগ্রগতি, পর্যাপ্ত ধারা প্রয়োগ ও সাম্প্রতিক তথ্য নথিবদ্ধ করে সবিস্তার কেস ডায়েরি পেশ করতে হবে।

Advertisement

মৃতার পরিবারের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় অভিযোগ করেন, নেশামুক্তি কেন্দ্রের প্রধানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এই ঘটনার সঙ্গে প্রধানও জড়িত বলে দাবি করেন আইনজীবী। নতুন তথ্য উঠে আসায় লালবাজারকে ঘটনার তদন্ত হস্তান্তর করার আর্জি জানান ময়ূখ।

অন্য দিকে, গ্রেফতার হওয়া দুই মহিলার আইনজীবীরা দাবি করেন, তাঁদের মক্কেলরা নির্দোষ। পুলিশকে চাপ দিয়ে তাঁদের গ্রেফতার করানো হয়েছে। উল্লেখ্য, আগের শুনানিতে মৃতার বাবাকে থানায় সিসিটিভি ফুটেজ দেখার অনুমতি দিয়েছিল হাই কোর্ট। প্রসঙ্গত, ঠাকুরপুকুরের নেশামুক্তি কেন্দ্র থেকে গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় তরুণী আবাসিকের মৃতদেহ। কেন্দ্রের তরফে তরুণী আত্মহত্যা করেছেন বলে দাবি করা হলেও পরিবার অভিযোগ তোলে, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে এবং তাতে নেশামুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষ যুক্ত। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় মৃতার পরিবার। এর পরেই নড়ে বসে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement