ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
পুরোদমে চলছে বিয়ের মরসুম। সঙ্গে চলছে সাজগোজ, খাওয়াদাওয়া, নাচগান। পাশাপাশি প্রিওয়েডিং, ব্যাচেলর পার্টির ধুম লেগেই রয়েছে। আর সেই বিয়ের মরসুমে বিচ্ছেদ করে আনন্দ উদ্যাপন করলেন এক যুবক। বন্ধুদের সঙ্গে কেক কেটে, নাচানাচি করার পাশাপাশি ম্যানিকুইন জড়িয়ে ধরে ছবিও তোলালেন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার বাসিন্দা ওই যুবকের নাম মনজিৎ। ২০২০ সালে কোমল নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। কিন্তু প্রথম থেকেই তাঁদের সম্পর্ক সুখের ছিল না। দাম্পত্যকলহ লেগেই থাকত। এর পর বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন মনজিৎ এবং কোমল। সম্প্রতি তাঁদের বিচ্ছেদে আদালতের সিলমোহরও লাগে। আর তার পরেই বন্ধুদের নিয়ে পার্টিতে মজেছেন মনজিৎ।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বিবাহবিচ্ছেদের আনন্দে বন্ধুদের সঙ্গে বাড়ির ছাদে পার্টি করছেন মনজিৎ। তাঁর বিয়ের ছবি, বিয়ের তারিখ এবং বিবাহবিচ্ছেদের তারিখ লেখা একটি পোস্টারও টাঙিয়েছেন ছাদে। বন্ধুরা তাঁর গালে কেক মাখিয়েছেন। প্রাক্তন স্ত্রীর প্রতিনিধি হিসাবে একটি পুতুলও জোগাড় করে নিয়ে এসেছেন মনজিৎ। আর সেই পুতুলটি ধরেই নাচ করছেন তিনি। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। নেটাগরিকদের দৃষ্টিও আকর্ষণ করেছে ভিডিয়োটি।
ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইকের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। অনেকে অনেকে মজার মজার মন্তব্যও করেছেন।