প্রতীকী ছবি
পুরসভার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে পড়শিদের সঙ্গে গোলমাল। অভিযোগ, ওই ঘটনার জেরে এক ব্যক্তিকে ঘুষি মারার পাশাপাশি চপার দিয়েও আঘাত করা হয়। স্ত্রী তাঁকে বাঁচাতে এলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নারকেলডাঙা নর্থ রোডে। জখম মহম্মদ ইকবালের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রের খবর, ঘটনার সূত্রপাত বুধবার রাত সাড়ে ১০টায়। নারকেলডাঙা নর্থ রোডে পুরসভার কল থেকে জল নিতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা মহম্মদ ইকবাল। অভিযোগ, তাঁকে জল নিতে বাধা দেন মহম্মদ পারভেজ, মহম্মদ রাজেশ, মহম্মদ তৌসিফ ও গুড্ডু-সহ বেশ এলাকার কয়েক জন বাসিন্দা। তাঁদের সঙ্গে কয়েক জন মহিলাও ছিলেন। জল কে আগে নেবে, তা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। ইকবালের অভিযোগ, এর পরেই অন্যেরা তাঁর উপরে চড়াও হন। তাঁকে কিল, চড় মারা হয়। এমনকি লোহার রড, চপার দিয়েও আঘাত করা হয়। স্ত্রী রোজি খাতুন তাঁকে বাঁচাতে এলে তিনিও মার খান বলে অভিযোগ। এই ঘটনায় ইকবালের মাথা ফেটে যায়। রাতেই ইকবাল ও তাঁর স্ত্রী নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে দু’জনকে ছেড়ে দেওয়া হয়। নারকেলডাঙা থানার পুলিশ মহম্মদ তৌসিফ ও গুড্ডুকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ চলছে।