পুলিশে আক্রান্তদের দেখভালে বিশেষ সেল

পুলিশ সূত্রের কবর, শনিবার করোনা-আতঙ্ক কাটাতে ছাড়া পাওয়া এক কর্মীকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান অষ্টম ব্যাটেলিয়নের ডিসি সুদীপ্ত নাগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০২০ ০৬:২২
Share:

প্রতীকী ছবি।

করোনা মোকাবিলায় সামনে থেকে লড়াই করছেন পুলিশকর্মীরা। তা করতে গিয়ে ওই রোগে আক্রান্তও হচ্ছেন তাঁরা। বাহিনীর আক্রান্ত এবং তাঁদের সংস্পর্শে আসা কর্মীদের চিকিৎসা ও দেখভালের জন্য লালবাজার তৈরি করেছে বিশেষ ওয়েলফেয়ার সেল। যে সব হাসপাতালে আক্রান্তেরা ভর্তি হচ্ছেন, সেই হাসপাতালগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ওই ওয়েলফেয়ার সেলের সদস্যেরা।

Advertisement

লালবাজার সূত্রের খবর, কলকাতা পুলিশের বিভিন্ন ডিভিশন ও ব্যাটেলিয়ন-সহ প্রতিটি ইউনিটের প্রতিনিধিদের নিয়ে তৈরি হয়েছে

ওই সেল। সদস্য ৪৩ জন। যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিংহ সরকারের নেতৃত্বে ওই সেল কাজ করছে। মূলত পুলিশকর্মীরা যাতে ঠিকঠাক চিকিৎসা পান, তার জন্যই ওই সেল কাজ করছে।

Advertisement

সম্প্রতি পুলিশ কমিশনার অনুজ শর্মা বাহিনীর উদ্দেশ্যে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘‘অযথা আতঙ্কিত হবেন না। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, কলকাতা পুলিশ সর্বশক্তি দিয়ে তার প্রতিটি স্তরের প্রত্যেক কর্মীর পাশে আছে এবং থাকবে।’’ তিনি জানান, প্রত্যেক আক্রান্ত পুলিশকর্মীর চিকিৎসার বিষয়ে নজর রাখছেন সেলের সদস্যেরা।

পুলিশকর্মীদের সুরক্ষা-সরঞ্জামের ঘাটতি রয়েছে ও আক্রান্তদের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না, এই অভিযোগ তুলে পুলিশ ট্রেনিং স্কুল, গরফা থানা এবং সল্টলেকের চতুর্থ ব্যাটেলিয়নে বিক্ষোভ হয়েছিল। পুলিশ ট্রেনিং স্কুলের কমব্যাট ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা এক ডিসি-কে নিগ্রহ করেন বলেও অভিযোগ।

আরও পড়ুন: নিছকই বিচ্ছিন্ন ঘটনা, বোড়াল শ্মশানের ভিডিয়ো প্রসঙ্গে মন্তব্য রাজ্যের

সূত্রের খবর, ওয়েলফেয়ার সেল আগে থেকেই ছিল। তবে কমিশনারের নির্দেশে সমস্ত ডিভিশন ও ব্যাটেলিয়ন-সহ প্রতিটি ইউনিট থেকে এক জন করে প্রতিনিধিকে সদস্য করা হয়। লালবাজারের ১৭ জন পুলিশকর্তাও ওই দলের সদস্য।

পুলিশ সূত্রের কবর, শনিবার করোনা-আতঙ্ক কাটাতে ছাড়া পাওয়া এক কর্মীকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান অষ্টম ব্যাটেলিয়নের ডিসি সুদীপ্ত নাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement