Viral Video

মাঝ আকাশে ‘ভূত’ চড়ল মাথায়! বিমানের আসনে দাঁড়িয়ে এ কী করলেন যাত্রী, ভাইরাল ভিডিয়ো

সমাজমাধ্যমে রেডিট-এ পোস্ট করা সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যাত্রী হেলান দেওয়া আসনের উপর দাঁড়িয়ে পড়েন। তিনি নিজে ওই আসনেই বসে ছিলেন। আসনের উপর দাঁড়িয়ে সেটিকে পর পর লাথি মারতে থাকেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৬:০৭
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মাঝ আকাশেই ‘ভূত’ ভর করল মাথায়! হিংস্র ভাবে নিজের আসনেই হামলা চালালেন এক বিমানযাত্রী। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর, অস্টিন থেকে লস অ্যাঞ্জেলসগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানে। ওই যাত্রীর আসনের উপর হামলা চালানোর একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সমাজমাধ্যমে রেডিট-এ পোস্ট করা সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই যাত্রী হেলান দেওয়া আসনের উপর দাঁড়িয়ে পড়েন। তিনি নিজে ওই আসনেই বসেছিলেন। আসনের উপর দাঁড়িয়ে সেটিকে বার বার লাথি মারতে থাকেন। ভেঙে ফেলার চেষ্টা করেন আসনটিকে। সহযাত্রীরা হতবাক হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকলেও তাঁর হুঁশ ফেরেনি। বিমানে থাকা অন্য এক যাত্রী ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসনে হামলা চালানো ওই যুবককে শান্ত করার জন্য প্রথমে কেউ এগিয়ে না এলেও পরে কয়েক জন তাঁকে ধরে ফেলেন। আসনের সঙ্গে তাঁর হাত-পা বেঁধে দেওয়া হয়। বিমান অবতরণের পর ওই যুবককে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়। ইউনাইটেড এয়ারলাইন্সের এক জন মুখপাত্র বলেছেন, ‘‘এক জন যাত্রী বিমানের উপর অদ্ভুত ভাবে আচরণ করে। লস অ্যাঞ্জেলস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছনোর পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিমানে থাকা যাত্রী এবং বিমানকর্মীদের ধন্যবাদ জানাই।’’ ওই যাত্রী ভবিষ্যতে কোনও দিন ইউনাইটেড এয়ারলাইন্সে যাত্রা করতে পারবেন না বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।

Advertisement

উল্লেখ্য, ভাইরাল ওই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের ছড়াছড়ি পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘হয়তো আসনের মাথা রাখার জায়গায় কোনও বড় মাকড়সা ছিল।’’ অন্য এক জনের কথায়, ‘‘আসনের গুণমান উন্নত করার চেষ্টা চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement