TRP Rating

রেটিং চার্টের দখল জারি! প্রথম স্থানে ‘ফুলকি’, তালিকায় নতুন কোন ধারাবাহিক?

গত সপ্তাহে প্রথম পাঁচে যে যে ধারাবাহিক ছিল তারাই আছে। ষষ্ঠ থেকে দশম কিন্তু নতুনদের দখলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১৬:০৩
Share:

রেটিং চার্টে এ বারেও প্রথমে ধারাবাহিক ‘ফুলকি’। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বৃহস্পতিবার মানেই ফলাফল বেরোনোর দিন। ছোট পর্দার দর্শকের পাশাপাশি অভিনেতারাও প্রতীক্ষায় থাকেন, রেটিং চার্ট চলতি সপ্তাহে কার দখলে? এ বারের টিআরপি অনুযায়ী, প্রথম পাঁচে যারা ছিল, তারাই আছে। অর্থাৎ, ‘ফুলকি’, ‘জগদ্ধাত্রী’, ‘গীতা এলএলবি’, ‘কোন গোপনে মন ভেসেছে’, ‘কথা’র দাপট। ৭.৩ পয়েন্ট পেয়ে ‘ফুলকি’ প্রথম। দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’র ঝুলিতে ৭. ২ পয়েন্ট। তৃতীয় স্থানে ‘গীতা এলএলবি’। সে পেয়েছে ৭.১ পয়েন্ট। ৭.০ পয়েন্ট পেয়ে চতুর্থ ‘কোন গোপনে মন ভেসেছে’। পঞ্চমে ৬.৭ পয়েন্ট পেয়ে ‘কথা’।

Advertisement

চলতি সপ্তাহে রেটিং চার্টে প্রথম পাঁচে কারা? গ্রাফিক্স: আনন্দবাজার অনলাইন।

কেন এই পাঁচটি ধারাবাহিক গত কয়েক সপ্তাহ ধরে ঘুরেফিরে প্রথম পাঁচে? সমাজমাধ্যমে দর্শকের ভাগ করে নেওয়া মতামত বলছে, এই পাঁচটি ধারাবাহিক প্রায় প্রতি পর্বে কোনও না কোনও চমক নিয়ে আসছে। কখনও নায়ক-নায়িকাদের ছদ্মবেশ দর্শকের কৌতূহল বাড়াচ্ছে। পাশাপাশি, বর্তমান সামাজিক সমস্যাও জায়গা করে নিচ্ছে চিত্রনাট্যে। এছাড়া, পরকীয়া, শাশুড়ি-বৌমার দ্বন্দ্ব তো রয়েছেই। তাই ছোট পর্দার দর্শকের সংখ্যা বৃহৎ।

ষষ্ঠ থেকে দশম স্থানের ছবিটা কিন্তু অন্য রকম। সেখানে নতুন ধারাবাহিকদের রমরমা। তালিকায় ‘পরিণীতা’, ‘উড়ান’, ‘রাঙামতির তীরন্দাজ’, ‘শুভবিবাহ’, ‘রোশনাই’, ‘আনন্দী’, ‘অনুরাগের ছোঁয়া’। এর মধ্যে ষষ্ঠ আর দশম স্থানে জোড়া ধারাবাহিক। ৬.৬ পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে ‘পরিণীতা’, ‘উড়ান’। সপ্তম স্থানে ‘রাঙামতির তীরন্দাজ’। তার ঝুলিতে ৬.২ নম্বর। অষ্টম স্থানে ৬.১ পেয়ে ‘শুভবিবাহ’। ‘রোশনাই’-এর ঝুলিতে ৬.০ নম্বর। তার স্থান নবম। দশম স্থানে যৌথ ভাবে ‘আনন্দী’, ‘অনুরাগের ছোঁয়া’। তারা পেয়েছে ৫.৯ পয়েন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement