প্রতীকী ছবি
বাজারে ভিড় অব্যাহত। বারবার প্রচার চালিয়েও লাভ হয়নি। সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা যেন কানেই পৌঁছয়নি বাসিন্দাদের। এই পরিস্থিতিতে লাঠি হাতে বাজারের ভিড় নিয়ন্ত্রণ করলেন স্থানীয় মহিলারা। সোমবার, নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকায়। ওই মহিলাদের অবশ্য দাবি, ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করতেই তাঁরা এগিয়ে আসেন।
বিধাননগর পুর এলাকার কয়েকটি বাজারের ভিড় নিয়ন্ত্রণে স্থানীয় যুবক ও শাসক দলের সমর্থকেরা লাঠি হাতে পথে নেমেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তা নিয়ে বিতর্কও হয়েছিল। গৌরাঙ্গনগরের বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, বাগুইআটি-সহ কয়েকটি এলাকায় বাজার বন্ধ রয়েছে। ফলে স্থানীয়দের পাশাপাশি গৌরাঙ্গনগরের বাজারে আসছেন অন্য এলাকার মানুষেরাও। সোমবার সকালে রাস্তার দু’পাশে বসা ওই বাজারে ভিড় দেখা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এর পরেই এক দল মহিলা লাঠি হাতে বাজারে ভিড় নিয়ন্ত্রণ করতে থাকেন। ওই মহিলারা জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রচার করা সত্ত্বেও কিছু মানুষ এখনও তা মানছেন না। ওই দলের এক জন, মাধুরী বিশ্বাস বলেন, ‘‘বাজার এলাকায় যাতে কেউ সাইকেল, মোটরবাইক নিয়ে না ঢোকেন, তা নিশ্চিত করতেই পথে নেমেছি। সবাই যাতে মাস্ক পরেন সে দিকে লক্ষ রাখা হয়েছিল। হাতে লাঠি থাকলেও কারও উপরে বলপ্রয়োগ করা হয়নি।’’
ক্রেতাদের একাংশের অবশ্য অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের। কিন্তু সেই কাজ স্থানীয়েরা করছেন। একাধিক বাজার বন্ধ হয়ে গিয়েছে। সে দিকেও খেয়াল রাখা প্রয়োজন। পুলিশ সূত্রের খবর, বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। কেউ বিধি না-মানলে কড়া পদক্ষেপও করা হচ্ছে। তবে এ দিন বাজারে কী হয়েছে, তা খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান বিধাননগর পুলিশের এক কর্তা।
আরও পড়ুন: দূর থেকে হাত নাড়ে মেয়েটা, তার পরে রোজ করোনার সামনে গিয়ে দাঁড়ান অনুপম