প্রতীকী চিত্র
স্বামী-স্ত্রীর বিচ্ছেদের প্রভাব সব চেয়ে বেশি পড়ে তাঁদের সন্তানদের উপরে। সন্তানের সুস্থ ভাবে বেড়ে ওঠার জন্যই তাদের সঙ্গে মা-বাবার কথা এবং দেখা হওয়া জরুরি। বিচ্ছিন্ন হয়ে পড়া এমন শিশুদের জন্য নির্দেশিকা তৈরির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল এক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার তার শুনানিতে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, লকডাউন পরিস্থিতিতে যে সব শিশু মা অথবা বাবার সঙ্গে মুখোমুখি দেখা করতে পারছে না, ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎ করাতে হবে।
স্বেচ্ছাসেবী সংগঠনটির আইনজীবী শাক্য সেন, রোহিত বন্দ্যোপাধ্যায় এবং সানন্দা গঙ্গোপাধ্যায় জানান, ডিভিশন বেঞ্চ এ-ও জানায়, ভিডিয়ো কনফারেন্সে সন্তানের সঙ্গে দেখা করার সুযোগ না-পেলে বাবা অথবা মা সংশ্লিষ্ট পারিবারিক আদালতে যেতে পারেন।
এই মামলার আবেদনে অভিযোগ করা হয়েছিল, বিচ্ছিন্ন হয়ে পড়া শিশু সন্তানদের তাদের বাবা অথবা মায়ের সঙ্গে মুখোমুখি দেখা করতে দিতে বিভিন্ন দেওয়ানি আদালত নির্দেশ দিলেও করোনা সংক্রমণের আশঙ্কায় তা করতে দেওয়া হচ্ছে না। এই প্রেক্ষিতে নির্দেশিকা জারি করে ডিভিশন বেঞ্চ। তা ছাড়া, অনেক সময়েই এই ধরনের সাক্ষাৎ স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগাতে সহায়ক হয়। করোনা সংক্রমণ ঠেকাতে দূরত্ব-বিধি মানা জরুরি হলেও ভিডিয়ো কনফারেন্স বা স্কাইপের মতো প্রযুক্তির মাধ্যমে এখন সন্তানের সঙ্গে বাবা বা মায়ের দেখা হওয়া অসুবিধাজনক নয় বলেও পর্যবেক্ষণ করেছে বেঞ্চ।