প্রতীকী ছবি
অনলাইন ক্লাসের জন্য জ়ুম অ্যাপ ব্যবহারের সময়ে পড়ুয়া ও তাদের অভিভাবকদের সাবধানতা অবলম্বন করতে বলছে শহরের স্কুলগুলি। কর্তৃপক্ষ জানাচ্ছেন, ওই অ্যাপ ব্যবহার কতটা নিরাপদ, তা নিয়ে স্কুলের ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে জানতে চাইছেন অভিভাবকেরা।
সাউথ পয়েন্ট স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি বলেন, ‘‘আমাদের স্কুলে অনলাইন ক্লাস শুরু হচ্ছে আগামী বুধবার থেকে। দু’হাজার জন পড়ুয়া ওই অনলাইন ক্লাস করবে। অনেক পড়ুয়ার অভিভাবকই জানতে চেয়েছেন জ়ুম ব্যবহার কতটা নিরাপদ?’’
শুধু সাউথ পয়েন্ট-ই নয়, মডার্ন হাই স্কুল, বিড়লা হাই-সহ বেশ কয়েকটি স্কুলে অনলাইন ক্লাস চলছে। সব স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের একই চিন্তা। জ়ুমের মাধ্যমে ক্লাস করতে গিয়ে সাইবার জালিয়াতির খপ্পরে পড়ার আশঙ্কা কতটা, স্কুলের কাছে তা-ও অনেকে জানতে চাইছেন।
মডার্ন হাই স্কুলের তরফে দেবী কর জানান, তাঁরা অভিভাবকদের জানিয়ে দিয়েছেন, জ়ুম ব্যবহারের সময়ে কী কী করতে হবে। কোনও কোনও স্কুল জ়ুমের মাধ্যমে ক্লাস চলাকালীন পড়ুয়ারা যেন তাদের ব্যক্তিগত তথ্য আদানপ্রদান না করে, তা জানিয়েছে। এমনকি মেসেজের আদানপ্রদান করতেও নিষেধ করা হচ্ছে। ক্লাস চলাকালীন অন্য কোনও ভিডিয়ো এবং অডিয়ো বন্ধ রাখতেও পড়ুয়াদের পরামর্শ দেওয়া হয়েছে। জ়ুম মিটিংয়ের লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় না দিতেও বলছে বিভিন্ন স্কুল।
আরও পড়ুন: লাঠি হাতে বাজার নিয়ন্ত্রণে মহিলারা