Coronavirus

বাড়িছাড়া ছাত্রীকে আশ্রয়

ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদের চেয়ারপার্সন অরিত্র মজুমদার বুধবার জানান, তাঁরা বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের থেকে বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ০৩:৪৩
Share:

প্রতীকী ছবি

গার্হস্থ্য হিংসার শিকার হয়ে বাড়ি ছেড়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার এক ছাত্রী। এমনই তথ্য তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। কিন্তু লকডাউনের সময়ে কোথায় থাকবেন, তা নিয়ে টানাপড়েনের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ক্যাম্পাসের গেস্ট হাউসে রাখার ব্যবস্থা করেছেন। প্রথমে বাইরে দু’জায়গায় থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু অভিযোগ, দু’ক্ষেত্রেই বাড়ির মালিক থাকতে দিতে রাজি হননি। শেষ পর্যন্ত ওই ছাত্রীকে লকডাউনের সব নিয়ম মেনে গেস্ট হাউসে রাখা হয়েছে। গোটা বিষয়টি ওই ছাত্রী রাজ্য মহিলা কমিশনেও জানিয়েছেন বলে সূত্রের খবর।

Advertisement

ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদের চেয়ারপার্সন অরিত্র মজুমদার বুধবার জানান, তাঁরা বিজ্ঞান বিভাগের পড়ুয়াদের থেকে বিষয়টি জানতে পেরে উদ্যোগী হন। পড়ুয়া, শিক্ষকদের একাংশ এবং কর্তৃপক্ষের উদ্যোগে ওই ছাত্রী এখন গেস্ট হাউসে আছেন। তাঁর খাবার যাচ্ছে লকডাউনের জন্য তৈরি কমিউনিটি কিচেন থেকে। সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য এ দিন বলেন, ‘‘এমন কিছু কারও ক্ষেত্রে ঘটুক, তা কখনওই কাম্য নয়। ওই ছাত্রীর থাকার ব্যবস্থা করেছি। থানাতেও জানিয়ে রেখেছি।’’

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেনআপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement