প্লাস্টিকের ব্যাগে জমা করা হচ্ছে লাইসেন্স এবং জরিমানার টাকা। মহাত্মা গাঁধী রোড এবং স্ট্র্যান্ড রোডের মোড়ে। সোমবার। নিজস্ব চিত্র
রাস্তায় বার হওয়া গাড়ি তল্লাশির নির্দেশ আগেই দিয়েছে লালবাজার। অথচ ইতিমধ্যেই বাহিনীর একাধিক সদস্য কোভিড আক্রান্ত হয়েছেন। তাই এ বার নিজেদের সুরক্ষিত রাখতে গাড়ি তল্লাশির সময়ে অভিনব পন্থা গ্রহণ করেছেন ট্র্যাফিক পুলিশকর্মীদের একাংশ।
সূত্রের খবর, আইনভঙ্গকারী চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার সময়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাঁদের লাইসেন্স বা জরিমানা বাবদ টাকা হাতে হাতে নিচ্ছেন না ট্র্যাফিক গার্ডের কর্মীরা। এমনকি গাড়ির নথিতেও হাত দিচ্ছেন না। তার বদলে হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীরা সঙ্গে রাখছেন প্লাস্টিকের ব্যাগ। মাস্ক, গ্লাভস এবং ফেস শিল্ড পরা পুলিশকর্মীরা গাড়ি বা মোটরবাইক পরীক্ষার সময়ে নিয়মভঙ্গকারী চালকের নথি বা লাইসেন্স হাতে নিয়ে দেখার বদলে প্লাস্টিকের ওই ব্যাগে ফেলে দিতে বলছেন। জরিমানা বাবদ দেওয়া টাকাও জমা করা হচ্ছে ওই ব্যাগে। পরে ট্র্যাফিক গার্ডে নিয়ে গিয়ে নথি-টাকা সমেত ওই ব্যাগ জীবাণুমুক্ত করে তা সন্তর্পণে সরিয়ে রাখছেন ওই পুলিশকর্মীরা।
এক পুলিশকর্তা জানান, হাতে না নিয়ে দূর থেকেই প্রথমে নথি পরীক্ষা করা হচ্ছে। সেই নথি দেখে সন্তুষ্ট না হলে তার পরেই সেই চালককে জরিমানা করা হচ্ছে। সে ক্ষেত্রে জরিমানার টাকাও ওই প্লাস্টিকের ব্যাগে ফেলে দিতে বলা হচ্ছে। ওই পুলিশকর্তার কথায়, ‘‘এতে হয়তো পুরো জীবাণুমুক্ত করা যাচ্ছে না। তবে সংক্রমণ কিছুটা হলেও রোধ করা যেতে পারে। তাই ওই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
আরও পড়ুন: রক্তের খোঁজে হন্যে ছেলের উদ্যোগে রক্তদান
পুলিশ জানিয়েছে, লকডাউনের তৃতীয় পর্বে কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তার জের এসে পড়ছে শহরের রাস্তায়। অন্য দিনের তুলনায় সোমবার রাস্তায় অনেক বেশি গাড়ি নামতে দেখা গিয়েছে। তাই ওই সব গাড়ি অনুমতি নিয়ে চলছে কি না, তা দেখতে তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে লালবাজার। সেই মতো এ দিন প্রতিটি গার্ডে প্রতিটি গাড়ির নথি পরীক্ষা করতে বলা হয়েছে। পাশাপাশি এ দিনই ডিসি ট্র্যাফিকের তরফে লকডাউনের রাস্তায় নামা বাসগুলিরও নথি পরীক্ষা করতে বলা হয়েছে। সরকারি নির্দেশমতো শহরের রাস্তায় বেশ কয়েকটি রুটে সরকারি বাস চলছে। একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজেও ব্যবহার হচ্ছে সরকারি বাস। কিন্তু লালবাজারের দাবি, সম্প্রতি দু’টি ঘটনায় দেখা গিয়েছে যে, ভুয়ো সরকারি বোর্ড লাগিয়ে রাস্তায় ঘুরছে বিভিন্ন গাড়ি। এর পরেই বাস-সহ সমস্ত গাড়িরই তল্লাশি চালাতে বলা হয়েছে।
আরও পড়ুন: পারিষদেরা হতে পারেন পুরসভার প্রশাসক
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)