Coronavirus

নাকায় আরও কড়াকড়ি লালবাজারের

লালবাজার সূত্রের খবর, শনিবার কলকাতা পুলিশের প্রতিটি থানাকে ট্র্যাফিক পুলিশের সঙ্গে যৌথ ভাবে নাকা তল্লাশি করতে বলা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফাইল চিত্র। শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২০ ০১:৪৪
Share:

প্রতীকী ছবি।

লকডাউন বলবৎ করতে নাকা তল্লাশিতে আরও কড়াকড়ির সিদ্ধান্ত নিল লালবাজার। বর্তমানে শহরের বেশ কিছু এলাকায় নাকা তল্লাশি চলছে। সেই তালিকায় জুড়তে পারে করোনা পরিস্থিতিতে স্পর্শকাতর আরও জায়গা। ওই সব জায়গায় তল্লাশির সময় বাড়ানো যায় কি না, তা নিয়েও শুরু হয়েছে ভাবনা।

Advertisement

লালবাজার সূত্রের খবর, শনিবার কলকাতা পুলিশের প্রতিটি থানাকে ট্র্যাফিক পুলিশের সঙ্গে যৌথ ভাবে নাকা তল্লাশি করতে বলা হয়েছে। কেউ যাতে অপ্রয়োজনে রাস্তায় বেরোতে না-পারেন, বাহিনীকে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাজার, ওষুধ ও মুদির দোকানের মতো জনবহুল এলাকায় সামাজিক দূরত্ব যাতে কঠোর ভাবে পালন করা হয়, তা-ও দেখতে বলা হয়েছে। সূত্রের দাবি, এ দিনই লালবাজারে পুলিশ কমিশনার বৈঠক করেন বাহিনীর পদস্থ কর্তাদের সঙ্গে। সেখানেই তিনি ওই বিষয়গুলিতে জোর দিতে বলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement