প্রতীকী ছবি
লকডাউনে রাতের শহরে নাকা তল্লাশিতে জোর দিতে পুলিশকে নির্দেশ দিল লালবাজার। বৃহস্পতিবার উত্তর এবং মধ্য কলকাতার বিভিন্ন এলাকা পরিদর্শনের পরে থানা এবং ট্র্যাফিক বাহিনীকে ওই নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। সূত্রের খবর, এ দিনই আধিকারিকদের উপস্থিতিতে রাত দশটা থেকে রাত একটা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ওই তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয়। এ দিন পুলিশ কমিশনার রাজাবাজার, মানিকতলা, খন্না, শ্যামবাজার, বেলগাছিয়া, চিৎপুর, গিরিশ পার্ক পরিদর্শন করে ট্র্যাফিক পুলিশ ও থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, ওই সময়ে কমিশনার বাহিনীর সদস্যদের জানান, রাতের শহরে তল্লাশি আরও জোরদার করতে হবে। যাতে পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে অপ্রয়োজনীয় কাজে কেউ রাস্তায় বের হতে না পারেন। লকডাউন শুরুর পর থেকে রাস্তায় গাড়ির সংখ্যা কমে গেলেও সম্প্রতি বিভিন্ন ছাড় মেলায় গাড়ির সংখ্যা বেড়েছে। আর সেই কারণেই রাতের তল্লাশিতে আরও কড়া হতে কমিশনার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের দাবি।
লালবাজার জানিয়েছে, বিভিন্ন কন্টেনমেন্ট জ়োনে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা তিনি ওসি-দের থেকে জানতে চান। পাশাপাশি পুলিশকর্মীরা যে ভাবে লকডাউন সফল করতে সচেষ্ট হয়েছেন, তারও প্রশংসা করেছেন কমিশনার। সূত্রের দাবি, আগামী সোমবার থেকে গ্রিন জ়োনের বিভিন্ন দোকান খোলার অনুমতি মিলবে। তবে কলকাতা রেড জ়োনে থাকায় এখানে কী হবে, তা নিয়ে সংশয়ে সকলে। কন্টেনমেন্ট জ়োনের বাইরে অলিগলিতে কোন কোন দোকান রয়েছে, তার তালিকা ভবিষ্যতের জন্য তৈরি করে রাখছে বিভিন্ন থানা।