প্রতীকী ছবি।
করোনা পরিস্থিতিতে সংক্রমণ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় নাগরিকদের যাতে প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়ে নগদে কেনাকাটা না করতে হয়, সে কারণে অনলাইনে লেনদেনের উপরে জোর দিচ্ছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।
সূত্রের খবর, করোনা-আবহে সম্পত্তিকর এবং অন্যান্য আর্থিক লেনদেন যাতে অনলাইনেই করা যায়, সে কারণে ইতিমধ্যে বিভিন্ন অ্যাপের ব্যবহার শুরু করেছে হিডকো এবং এনকেডিএ। এনকেডিএ-র এক কর্তা জানান, করোনা পরিস্থিতিতে অনলাইনের মাধ্যমে আর্থিক লেনদেনের বিষয়ে উৎসাহ দেওয়ার চেষ্টা চলছে। এতে করোনা মোকাবিলার ক্ষেত্রেও সুবিধা হবে।
এনকেডিএ সূত্রের খবর, সম্প্রতি নিউ টাউনে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের সামনে গ্রাহকদের ভিড় দেখা গিয়েছে। বিষয়টি নজরে আসতেই বিভিন্ন ব্যাঙ্কের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ভিডিয়ো বৈঠক করেন এনকেডিএ কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ব্যাঙ্কের ভিতরে গ্রাহকদের ঢোকা-বেরোনো, দূরত্ব-বিধি বজায় রাখা, স্যানিটাইজ়ার-মাস্কের ব্যবহার সবই নিয়ম মেনে করা হচ্ছে। কিন্তু ব্যাঙ্কের বাইরে গ্রাহকদের যে লম্বা লাইন দেখা যাচ্ছে, সেখানে অনেক সময়েই দূরত্ব-বিধি মেনে চলা হচ্ছে না বলে অভিযোগ। এই সমস্যার সমাধানে বিভিন্ন ব্যাঙ্কের কর্তৃপক্ষ বাইরে রিসিভিং কাউন্টার তৈরি করতে রাজি হয়েছেন। তবে এনকেডিএ-র তরফে বলা হয়েছে ব্যাঙ্কে ঢোকার জন্য দূরত্ব-বিধি বজায় রেখে দাঁড় করাতে হবে গ্রাহকদের। তাঁরা যাতে স্যানিটাইজ়ার ও মাস্ক ব্যবহার করেন, সে দিকেও খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে গ্রাহকেরা যাতে ব্যাঙ্কে না এসে অনলাইনেই লেনদেন করেন, সে বিষয়ে তাঁদের উৎসাহ দিতে হবে। যদিও অনেকের মতে, অনলাইনে লেনদেনের বিষয়টি বহু প্রবীণের কাছে সমস্যার। তাই তাঁরা ব্যাঙ্কে যেতেই বেশি স্বচ্ছন্দ।
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে