প্রতীকী ছবি।
কলকাতা থেকে যে ছ’টি শহরের সরাসরি উড়ান এখন বন্ধ রয়েছে, আগামী সোমবার ২০ জুলাই থেকে তা চালু হতে চলেছে। ইতিমধ্যেই
শুরু হয়েছে টিকিট বিক্রি। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ার আশঙ্কায় যে ট্র্যাভেল এজেন্টরা এত দিন টিকিট বিক্রি করছিলেন না, বৃহস্পতিবার থেকে তাঁরাও এই ছ’টি রুটে টিকিট বিক্রি
শুরু করেছেন। রাজ্য প্রশাসনিক সূত্রেও নিষেধাজ্ঞা বাড়ার ইঙ্গিত বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া যায়নি। যদিও এক কর্তা বলেন, ‘‘পুরোটাই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের উপরে নির্ভর করছে।’’
প্রসঙ্গত, ১৯ জুলাই পর্যন্ত কলকাতা থেকে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর ও আমদাবাদ— এই ছ’টি শহরের সরাসরি উড়ান বন্ধ থাকছে। যদিও অনেক যাত্রীই কলকাতা থেকে অন্য শহর ঘুরে দিল্লি, মুম্বইয়ে যাতায়াত করেছেন।
মূলত এই ছ’টি শহর থেকে আসা লোকজনের মাধ্যমে কলকাতা ও রাজ্যে সংক্রমণ ছড়াচ্ছে, এই অভিযোগ তুলে রাজ্য সরকার কলকাতা থেকে মোট আটটি শহরের উড়ান বন্ধ রাখার প্রস্তাব পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্র সেই প্রস্তাব পুনর্বিবেচনার আর্জি জানায়। কিন্তু রাজ্য রাজি না-হওয়ায় বিমান মন্ত্রক সুরাত ও ইনদওর বাদ দিয়ে বাকি ছ’টি শহর থেকে ৬ জুলাইয়ের পরে দু’সপ্তাহের জন্য উড়ান বন্ধের নির্দেশ জারি করে।
উড়ান সংস্থাগুলির একাংশের বক্তব্য, এ বারেও মেয়াদ বাড়াতে হলে কেন্দ্রের কাছেই আর্জি জানাতে হবে। মাঝে কাজের দিন বলতে
শুধু আজ, শুক্রবার। শনি ও রবিবার ছুটি। ফলে এখন রাজ্য অনুরোধ পাঠালেও সোমবার থেকে তা কার্যকর করা মুশকিল। তাই রাজ্যও আর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে চায় না ধরে নিয়ে শুরু হয়েছে টিকিট বিক্রি।
ট্র্যাভেল এজেন্টস ফেডারেশনের পূর্ব ভারতের চেয়ারম্যান অনিল পঞ্জাবি বৃহস্পতিবার বলেন, ‘‘এর আগে আমরাই যাত্রীদের নিরুৎসাহ করছিলাম। কিন্তু এখন টিকিট বিক্রি শুরু করেছি। এর পরেও কোনও কারণে উড়ান বাতিল হলে ওই একই টিকিটে পরবর্তী উড়ানে গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।’’
আশা করা হচ্ছে, নিষেধাজ্ঞা উঠলে সোমবার এয়ার ইন্ডিয়ার দিল্লির দু’টি, মুম্বই ও চেন্নাইয়ের একটি করে উড়ান চালু হবে। স্পাইসজেট শুরু করবে দিল্লির তিনটি, চেন্নাইয়ের দু’টি এবং মুম্বই ও পুণের একটি করে উড়ান। ইন্ডিগো দিল্লিতে চারটি, চেন্নাইয়ে তিনটি, আমদাবাদে দু’টি এবং মুম্বই, পুণে ও নাগপুরে একটি করে উড়ান চালাচ্ছিল। সোমবার এই ১২টি উড়ান চালু হবে বলে আশা প্রকাশ করেছে তারা। নিষেধাজ্ঞা উঠলে এয়ার এশিয়া ইন্ডিয়াও দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে একটি করে এবং ভিস্তারা দিল্লি ও মুম্বইয়ে একটি করে উড়ান চালাবে। সব মিলিয়ে বন্ধ থাকা ২৮টি উড়ান আবার চালু হতে চলেছে বলেই কলকাতা বিমানবন্দর সূত্রের খবর।
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে