—প্রতীকী ছবি।
কয়েক মাসে বিধাননগরে প্রতিদিন শতাধিক মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। দৈনিক আক্রান্তের হার মাঝে কমলেও ফের তা বাড়ায় চিন্তায় পুর প্রশাসন। অভিযোগ, তবু হুঁশ ফিরছে না বাসিন্দাদের একাংশের।
বিধাননগর পুরসভা সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৩২০১ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১২,২৪৪ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা হাজারের কাছাকাছি। মৃত্যুর সংখ্যা ৯২। পুজোর আগে পুর এলাকায় করোনা প্রকোপ কিছুটা কমে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬০০-৭০০ এর মধ্যে ছিল। দৈনিক সংক্রমণ ছিল ৬০-৭০। ৫-৬ ডিসেম্বরেও ১২৯ জন আক্রান্ত হয়েছেন।
তার পরেও পাড়ার দোকান, বাজার থেকে খেলার মাঠ বা শপিং মল, সব জায়গাতেই দেখা যাচ্ছে, দূরত্ব-বিধি মেনে চলা বা মাস্ক পরছেন না অনেকেই। তবে বর্তমানে গণপরিবহণে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির নেপথ্যে এটিও কারণ হতে পারে বলেই মত সাধারণ মানুষের। বাগুইআটির বাসিন্দা দেবমাল্য বন্দোপাধ্যায়ের কথায়, ‘‘এত মানুষ সংক্রমিত হচ্ছেন। মৃত্যু বাড়ছে। তবুও ন্যূনতম সতর্কতাও মানছেন না অনেকেই। নিজেরা সতর্ক না হলে এই রোগ প্রতিরোধ করা মুশকিল।’’
তবে শুধু মাস্ক বা দূরত্ব-বিধি মেনে চলাই নয়, উপসর্গ দেখা দিলে বা সংক্রমিত হলে সতর্কতামূলক যে সমস্ত নিয়ম মেনে চলার কথা বলছেন চিকিৎসকেরা। তা-ও অনেকে মানছেন না বলে অভিযোগ প্রশাসনের ।
বিধাননগর পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য প্রণয় রায় বলেন, ‘‘গত দু’মাস দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল শতাধিক। সম্প্রতি কয়েক দিন সেই হার কিছুটা কমলেও ফের তা ঊর্ধ্বমুখী। তাই সচেতনতা প্রচারের উপরে জোর দেওয়া হচ্ছে। সংক্রমণ রুখতে সকলের কাছে কোভিড-বিধি মেনে চলার আবেদন করা হচ্ছে।