প্রতীকী ছবি
করোনাভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ও ছবি ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন দুই ব্যক্তি। ধৃত নবীনকুমার পোদ্দার এবং রাজীব শর্মা ওরফে পাপ্পু দুই বন্ধু। নবীন চেতলার ও রাজীব বড়তলা এলাকার বাসিন্দা।
লালবাজারের গুন্ডা দমন শাখা এবং বড়তলা থানার যৌথ অভিযানে ওই ধরপাকড় হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ফোনে পাপ্পুকে নবীন জানান, তাঁর এক আত্মীয়ের করোনায় মৃত্যু হয়েছে। সৎকার করতে গিয়ে তিনি দেখেছেন, শ্মশানে অনেক করোনা রোগীর দেহ এসেছে। পাশাপাশি তিনি এ-ও জানান, কোভিড হাসপাতালে ভর্তি হতে শাসক দলকে টাকা দিতে হচ্ছে। পুলিশের দাবি, নবীনের এই মিথ্যা বক্তব্য রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন পাপ্পু। বড়তলা থানায় ওই অভিযোগ দায়ের হতেই দু’জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে গুজব ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা হয়েছে।
আরও পড়ুন: কেন্দ্র বলল, বাংলায় ১০টি রেড জোন, প্রতিবাদ জানিয়ে রাজ্য বলল ৪