Coronavirus

কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ, লন্ডনফেরত তরুণের শরীরে কোভিড-১৯

এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২০ ১০:০২
Share:

শহর কলকাতায় আরও এক তরুণের শরীরে নোভেল করোনাভাইরাসের হদিশ মিলল। গত ১৩ মার্চ লন্ডন থেকে শহরে ফেরেন ওই তরুণ। তার পর জ্বর এবং সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেওয়ায় এতদিন গৃহ পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় দু’দিন আগে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেডে (ন্যাশনাল ইনস্টিটিউট অব এন্টেরিক অ্যান্ড কলেরা ডিজ়িজ়)। শুক্রবার তার রিপোর্ট আসার পর জানা যায়, তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত। এই মুহূর্তে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, লন্ডনে পাঠরত তাঁর দুই সহপাঠীও করোনায় আক্রান্ত। তাঁদের মধ্যে এক জন চণ্ডীগড়ে, অন্য জন ছত্তীসগঢ়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Advertisement

স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, গত ১৩ মার্চ সন্ধ্যায় ওই তরুণ লন্ডন থেকে দিল্লি হয়ে যখন কলকাতায় ফেরেন, সেই সময় থার্মাল স্ক্যানিং হয়েছিল তাঁর। কিন্তু আমলাপুত্রের মতোই বছর ২২-এর ওই তরুণ করোনা আক্রান্ত কি না, তা বিমানবন্দরে স্পষ্ট হয়নি। যেহেতু তিনি লন্ডন থেকে ফিরেছেন সে কারণে তাঁকে গৃহ পর্যবেক্ষণে থাকার পরামর্শ দেওয়া হয়। সেই থেকে বাড়িতেই ছিলেন তিনি। গত দু’দিন ধরে জ্বর-সর্দি-কাশি শুরু হলে শারীরিক অবস্থার অবনতি হয়। সেই কারণেই তাঁকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হয়। সেখানে সম্পূর্ণ একটি আলাদা ঘরে তাঁর চিকিৎসা চলছিল। এর পাশাপাশি, তাঁর লালরসের নমুনা পাঠানো হয়েছিল নাইসেডে। গতকাল গভীর রাতে সেই রিপোর্ট এসে পৌঁছয় এবং তিনি কোভিড-১৯ পজিটিভ বলে জানা যায়।

বালিগঞ্জের অভিজাত আবাসনের বাসিন্দা ওই পড়ুয়া। পাশাপাশি কয়েকটি ফ্ল্যাটে থাকেন তাঁর পরিচিতরাও। প্রত্যেককেই আপাতত গৃহ পর্যবেক্ষণে থাকতে বলা হয়েছে। তাঁর বাবা-মা, জেঠু, দাদু-দিদিমা-সহ আত্মীয় স্বজনের উপর নজর রেখেছে স্বাস্থ্য দফতর। প্রয়োজনে তাঁদের রাজারহাটের কোয়রান্টিন সেন্টারে পাঠানো হবে।

Advertisement

আরও পড়ুন: সূর্য ওঠার আগেই ফাঁসি হয়ে গেল নির্ভয়ার চার ধর্ষক-হত্যাকারীর​

আরও পড়ুন: বিচার পেলেন নির্ভয়া, ন্যায় পেলেন কি?​

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, লন্ডনবাসী ওই ছাত্র কলকাতায় ফেরার পরে গৃহ পর্যবেক্ষণে ছিলেন।রাজ্যের প্রথম করোনা-আক্রান্তের লন্ডন-যোগের কথা জেনে বুধবার বেলেঘাটা আইডি-তে যোগাযোগ করেন তাঁর বাবা। লন্ডন-যোগ শুনে সেখানকার বন্ধুরা কেমন আছেন, সেই সংক্রান্ত তথ্য চান আইডি-কর্তৃপক্ষ। সেই তথ্য-সহ ছেলেকে নিয়ে আইডি-তে যান ওই তরুণের বাবা। সেখানে ওই তরুণ জানান, লন্ডনে তাঁর দুই অবাঙালি সহপাঠী করোনায় আক্রান্ত হয়ে এ দেশের দুই রাজ্যের হাসপাতালে চিকিৎসাধীন। এক বন্ধু চণ্ডীগড় এবং অন্য বন্ধু ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা।

বেলেঘাটা আইডি সূত্রের খবর, বুধবারও ওই ছাত্রের কোনও উপসর্গ ছিল না। বৃহস্পতিবার থেকে তাঁর কাশি শুরু হয়। যার পর তাঁর নমুনা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এক ঘণ্টার মধ্যে ওই যুবকের লালারসের নমুনা পরীক্ষা করার জন্য নাইসেডে পাঠানো হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement