Coronavirus

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

এর আগেও ওই ট্রাফিক গার্ডের এক কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে গিয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুলাই ২০২০ ১৬:০০
Share:

প্রতীকী ছবি।

কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক সিভিক ভলান্টিয়ারের। রবিবার সকালে বেলেঘাটা আই ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এখনও পর্যন্ত কলকাতা পুলিশের দুই কনস্টেবল-সহ তিন কর্মীর মৃত্যু হল কোভিড আক্রান্ত হয়ে।

Advertisement

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ মাসের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েন বছর ৩৫-এর ওই সিভিক ভলান্টিয়ার। বেলেঘাটা এলাকায় বাড়ি তাঁর। অসুস্থতার সঙ্গে কোভিডের উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। এরপরেই তাঁকে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয়।

ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে, পার্ক সার্কাস কানেক্টরে ডিউটি করতেন ওই সিভিক ভলান্টিয়ার। বাড়ির ছোট ছেলে। তিনি অবিবাহিত ছিলেন। ওই সিভিক ভলান্টিয়ারের মৃত্যুর পরে পূর্ব ট্রাফিক গার্ডের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এর আগেও ওই ট্রাফিক গার্ডের এক কর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থ হয়ে গিয়েছেন।

Advertisement

আরও পড়ুন: এ বার করোনা পজিটিভ ঐশ্বর্যা-আরাধ্যাও

আরও পড়ুন: নিউ আলিপুরে নাবালিকার রহস্যমৃত্যু, পরিবারের আচরণে ‘অসঙ্গতি’

এখনও পর্যন্ত কলকাতা পুলিশের প্রায় সাড়ে পাঁচশো বিভি্ন্ন পদমর্যাদার কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৪২৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে গিয়েছেন। তাঁদের বড় অংশই ইতিমধ্যে কাজেও যোগ দিয়েছেন। শীর্ষ আধিকারিকরা নিয়মিত থানা ট্রাফিক গার্ড জীবাণুমুক্ত করার উপর জোর দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement