Coronavirus in Kolkata

‘মাস্ক পরুন, করোনা দূর করুন’, প্রচারে জোর পুলিশের

মাস্ক পরার প্রয়োজনীয়তার বিষয়ে সোমবার বিশেষ সচেতনতা প্রচারের সূচনা করলেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৫:০৮
Share:

মাস্কের গুরুত্ব বোঝাতে লালবাজারে সচেতনতা প্রচারের সূচনা করলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। —নিজস্ব চিত্র।

কলকাতায় প্রতি দিনই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তার পরেও হুঁশ ফিরছে না অনেকের। বাজার থেকে দোকান, অটো-বাস— দূরত্ব বিধি শিকেয়। মুখে মাস্ক থাকছে না। পুলিশ-প্রশাসনের তরফে বারবার সচেতন করা হলেও, উদাসীন মনোভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বহু মানুষ। এমন অসচেতন নাগরিকদের মাস্ক ‘পরাতে’ কোমর বেঁধে নামল কলকাতা পুলিশ

Advertisement

মাস্ক পরার প্রয়োজনীয়তার বিষয়ে সোমবার বিশেষ সচেতনতা প্রচারের সূচনা করলেন কলকাতা পুলিশের নগরপাল অনুজ শর্মা। মোবাইল ভ্যান ঘুরবে সচেতনতা বাড়াতে। শহরের পুলিশ কিয়স্ক থেকে বিভিন্ন জায়গায় মাস্ক নিয়ে হোর্ডিং দেওয়া হবে।

পুলিশকর্মীরা যেমন সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করবেন, তেমনই মাস্ক ছাড়া রাস্তায় বেরোলেই, তাঁদের বাড়ি পাঠানো হবে। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হবে। সোশ্যাল মিডিয়াতেও প্রচার চলবে #MaskUpKolkata নামে।

Advertisement

আরও পড়ুন: সিইএসসি নতুন বিল না পাঠানো পর্যন্ত টাকা দেবেন না, আবেদন বিদ্যুৎমন্ত্রীর

আরও পড়ুন: থানায় প্রবেশে রাশ কলকাতা পুলিশের

অসচেতন নাগরিকদের মাস্ক ‘পরাতে’ কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ। —নিজস্ব চিত্র।

কলকাতা পুলিশের লোগো দেওয়া নীল সাদা রঙের মাস্ক এ দিন শহরের বিভিন্ন প্রান্তে যাঁরা মাস্ক ছাড়া বেরিয়েছিলেন, তাঁদের দেওয়া হয়। এমনই অভিনব উদ্যোগে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে বলেই মনে করছেন পুলিশ কমিশনার। এই প্রচারের ক্যাচলাইন ‘মাস্ক পরুন, করোনা দূর করুন’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement